![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
অন্ধকারে আলো দেখে
থেমে গিয়েছিলাম আমি
অভিনীত ভালবাসায় আবার
চলতে বলেছ তুমি
শিখিয়েছ অনেক কিছুই
বুজিনি যা আগে
আমিতো এমনি ছিলাম
ভাসিনি কখনো সুখে ।।
হাসালেও তুমি ভাসালেও তুমি
কেরে নিয়েছ সবি
ভাবিনী কখনো হয়ে যাব
এক অবহেলিত কবি
ক্লান্ত মন নিয়ে
ক্লান্ত হাসি
স্বপ্নে থাকি আজো
তোমার কাছাকাছি ।।
রঙিন স্বপ্ন গুলো
শুকিয়ে গেছে কবে
তাই রাত জেগে কেঁদে যাই
তোমার সৃতির আবেগে ।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ । আচ্ছা আপনি আমার কবিতায় কমেন্ট করলে নোটিফিকেশান আসে না কেন?? এই পর্যন্ত একদিন ও পাইনি আপনার নোটিফিকেশান । বাট বাকিদের গুলা আসে।।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
মায়াবী ছায়া বলেছেন: বাহ্.... সুন্দর ।