![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
এক বিকেলে তোমায় নিয়ে
হাঁটব নদীর বাঁকে বাঁকে
দু’পাশ থেকে তোমায় দেখতে
বকের সাড়ি উড়বে ঝাঁকে ঝাঁকে ।
শৈশবে ফিরে যাবো সেদিন
কাশ ফুলের আড়ালে লুকোচুরি খেলে
একবার আমি হারিয়ে যাব
পাবেনা খুঁজে দু’চোখ মেলে
ভয়ে তোমার গা শির শির করবে
বাসন্তী কপোল দু’টো চিমসে
পিছন থেকে জড়িয়ে ধরে আমি
চমকে দিব নিমেষে ।
আমার দিকে বড় বড় চোখে
তাকিয়ে থাকবে তুমি
অভিমানের পুষ্ট প্রণয় তখন
খুঁজে পাব আমি
হারিয়ে যাবে তুমি আমার বুকে
বদলে নিজের অবয়ব
প্রতিদিন তুমি মুচকি হাসলেও
আজ আমিই করবো তার প্রয়োগ ।
----------------------------------
___রাসেল হোসেন (১৪/০৯/১৩)
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ লাগসে ||