![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
কাছে পেয়েও তুমি দূরে দূরে আজ
এই অবেলায় কেন সেজেছ পরলোকের সাজ ;
আক্ষেপ আমার জীবনের সুসময়ে
রুপালী আলোয় ভাগ বসাল অন্ধকার
আলো খুঁজে পেতে এত দেরি হলে
আঁধারতো খুলবেই তার প্রবেশদ্বার ।
রাত জেগে জেগে চোখের পানির
পাহারায় নেমে যাব অনন্ত কাল
হারিয়ে পূর্ণিমার চাঁদ খুঁজে খুঁজে
ঝাউ বনে উঁকি দিবে বিবর্ণ সকাল ।
পুরনো ব্যথা জমে জমে হৃদপিণ্ডে
গড়বে সম্রাজ্ঞী-হীন ব্যর্থ মহল
তোমার স্মৃতিতে লরেলমুকুট পরিয়ে
ষোলটি দারোয়ান আমরণ দিবে টহল
স্পষ্টই তুমি ভেসে উঠবে মনে
হাজারো পর্দার বাঁধা পেরিয়ে
একটি ছোঁয়া পেতে একাকীত্বে
পূর্ণ জীবন অবহেলায় দিব ফুরিয়ে ।
__রাসেল হোসেন (০৬/০৯/১৩)
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাইয়া । আপনার কমেন্ট গুলা আমাকে লিখতে আরও বেশি উৎসাহিত করে ।
ঠিক আছে, ফ্রী হলে পইড়েন ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
অদৃশ্য বলেছেন:
বাহ্ ... খুব ভালো লাগলো লিখাটি রাসেল
লিখতে থাকুন প্রাণ খুলে... পেছনের লিখাগুলোও সময়করে পড়ে নেব...
শুভকামনা...