নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

আমার আঙিনা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭





আমার বাড়ির আঙ্গিনায় একটি বকুল ফুলের গাছ জন্মেছিল

আমার সে কি খুশি পরিশ্রম এবং পার্থনা যেন গাছটি বেঁচে থাকে

আমার মত মানুষের বাড়িতে বকুল ফুলের গাছ জন্মাবে কে জানতো ।

কিন্তু গাছটি বড্ড রোগা ছিল

যে কোন পরিবেশেই তার চার পাশে আগাছা জন্ম নিত

আবার মাঝে মাঝে ইচ্ছে করেই গরু বাছুরদের দাওয়াত করতো

আমার অজান্তে ; শুধু মাত্র আমার পরিশ্রম বাড়ানোর জন্য , আমার

যত্ন বাড়ানোর জন্য ।



একদিন হঠাত আমার চোখে ধরা পড়ে যায়

তার গোপন অতিথিদের আসা যাওয়া

আর তার আমার উপর উদাসীনতা

তাই মন খারাপ করে সাত দিন বসেছিলাম আমি

আমার কষ্ট দেখে বকুল গাছটি তার ভুল বুজতে পেরে

সহসাই পরিপক্ব হয়ে আমাদের ফুল উপহার দিতে লাগলো

ভোঁর বেলা উঠে তার পাদদেশে বসে পাখিদের কিচির মিচির শব্দে

বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের ফুল কুরান দেখতে দেখতে

আঠারটি বছর পার করে এসেছি ।

তারপর থেকে হঠাত লক্ষ্য করলাম এখন সেই ছোট গাছটির আর

আমার জন্য ফুল দেয়না শুধু পাতা দিত আর পাতা ঝরতো

আর যদি মাঝে মাঝে ফুল ফুটতো তাহলে গন্ধ পেতাম না

আগের মত কেয়ারও নাই আমার

হয়তো বড় হয়ে গেছে বলে আমি ওকে ওর মত থাকতে দিয়েছি

হয়তো ও নিজেই এমনটা প্রত্যাশা করছিল আমার কাছ থেকে



আজ সেই শখের গাছটির ঊনত্রিশতম জন্মদিন

আমি দশবছর হল বাড়ি যাই না

কে জানে সে কেমন আছে হয়তো বা কে জানে

কেনই বা আমি বাড়ি যাইনা ;

বাহিরের রুপে গাছ চেনা গেলেও মানুষ চিনা যায় না ।

তবে আমার এখন কোন ফুলের ঘ্রান সহ্য হয়না

তাই আজো শূন্য করে রেখেছি আমার হৃদয়ের আঙিনা ।





___রাসেল হোসেন (১৬/০৯/১৩)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

অদৃশ্য বলেছেন:




রাসেল

কথাগুলো বেশ ভালো লাগলো... লিখালিখি চলুক


শুভকামনা...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.