![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
তুমি বললে
এক ঝলকে মেঘের বাড়ি যাব
কালো মেঘের জল কণায় তোমায় সিক্ত করবো
তুমি বললে
সাগরের ঐ জোয়ার ভাটা শান্ত করে দিব
তোমায় নিয়ে মাঝ সাগরে ঢেউে ভেলায় ভাসবো
তুমি বললে
রাস্তার বাঁকে একা দাঁড়িয়ে থাকব
দূর থেকে চোখে চোখ পরলে তোমার পিছু ছুটব
তুমি বললে
পাখির সুরে নতুন গান গাইবো
ভোরের সূর্য হয়ে তোমার রসই ঘরে ঢুকবো ।
তুমি বললে
চাঁদের দেশে একটি বাড়ি কিনব
পূর্ণিমার রাতে, ছাঁদে দু’জন নির্ঘুম গল্প করব ।
তুমি বললে
পৃথিবীর ঐ কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরবো
তোমায় নিয়ে নতুন করে ক্যাপলারের সূত্র প্রমাণ করব
তুমি বললে
নিকোটিনের বিষ এক নিমেষে ছেড়ে দিব
তোমার জন্য কালো ঠোট আবার গোলাপি করবো
তুমি বললে
তোমার অশ্রু শামুকের খোলসে রাখবো
সুখের ছায়ায় মন মাতালে দূরে ছুঁড়ে ফেলব ।
তুমি বললে
তোমার দুঃখ, সুখের বিনিময়ে কিনব
তোমার মুখে হাসির শব্দ শুনতে হাজার কৌতুক বলবো ।
তুমি বললে
চোখর কোণে রঙিন স্বপ্ন আঁকব
পুরনো কাব্য প্রতিভায় আবার নতুন করে লিখবো
__রাসেল হোসেন (০৯/৯/১৩)
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আসলে ভাইয়া আমি তেমন বই পড়িনা ইদানিং পড়া শুরু করছি
গল্প লাইক করিনা , কবিতা ভালোলাগে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কবিতা গুলো নিয়মিত পড়ার জন্য ।
ভালো থাকবেন ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
সুমন কর বলেছেন: ভাল হয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন:
পড়া হলো রাসেল, ভালো লেগেছে...
আগের লিখাটিতে যে ছবিটা ছিলো সেটা খুব সুন্দর ও রহস্যময়... লিখালিখি চলুক...
গল্পের বই... কবিতার বই পাঠ করার সময় হয় কি?
শুভকামনা...