নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

এটা আমার শততম কবিতাঃ ____________

_______________________________________



আলতো করে একবার ছুঁয়ে দেই

উন্মাদিত মনের ভুলে

আসমানিদের স্বপ্ন দেখাব

নির্ঘুম রাতে রেখ আঁখি খুলে ।



দক্ষিণের হাওয়ায় প্রিয়ার অজান্তে

দীঘল কেশ দোল খেলে

তোমার হাসিতে আমার আকাশে

পূর্ণ চাঁদের দেখা মেলে ।



পূর্ব দিগন্তে আলোর সন্ধানে

অগণিত পাখির বিনিদ্র আকুতি

শিশির ঝরিয়ে ঘাস ফুলের

পাপ মুক্তির এক অদৃশ্য পরিস্থিতি ।



তেমনি প্রিয় আমার দিগ্বলয়ে

তোমার ভোরের ঘুম ঘুম চাহনি

মুচকি হাসিতে একটি ড্রোনের

সমগ্র দিনের মধু আহরণি ।



একটু উপেক্ষায় হাত পা গুটিয়ে

পরাজিত রাজার মত রাজ্য ছাড়ি

এক পলকে তুমি আকাশ দেখলে

নিশ্চিত আমি , তুমি বড় অভিমানী ।



কপোলে টোলের ভদ্র মিনতি

চিবুকের কাঁচুলিতে অপূর্ব ভাবমূর্তি

একবার এসব হারালে আমি

সত্যি বলছি আর খুঁজে পাব কি ?



মেঘাচ্ছন্ন মুখের পরে যখন ভেঙচি কাটিস

এই দেখে বুঝি আমি মান ভেঙেছিস

এইবার ভাব নিয়ে আমি খুশ খুশ কাশি

এইতো তোমার ঠোঁট ফোলান মুচকি মুচকি হাসি ।



___রাসেল হোসেন ( ২০/০৯/১৩)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

ধান শালিক বলেছেন: ভালো লাগলো ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:





লিখাটি ভালো লেগেছে রাসেল... ভালো আছেন নিশ্চয়


শুভকামনা...

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ । হ্যাঁ আমি ভালো আছি

আপনি কেমন আছেন ??

ভালো থাকবেন ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

বাহ বেশ লাগলো, রাসেল ।।

শততম পোস্টের অভিনন্দন জানাই !:#P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপু আমার কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

মাঝে মাঝে এসে একটু ঢু মাইরেন :P

আপনাকে আমার ব্লগে দেখে অনেক অনেক ভালো লাগলো

আপু এটা শততম কবিতা কিন্তু শততম পোস্ট না । :P

ভালো থাকবেন ।।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

মোঃ ইসহাক খান বলেছেন: বন্ধুর একটা সুন্দর কবিতা দেখলে খুশির সাথে খানিকটা গর্বও হয়।

চালিয়ে যাও। তোমার ক্লাস ধীরে ধীরে গড়ে উঠছে। আগেকার কবিতাগুলোর সাথে এখনকারগুলোর স্পষ্ট পার্থক্য আছে।

আরও ভালো কর, এই আশা করি। শুধু এটা চাওয়া থাকবে, যেন থেমে না যাও। পরের কবিতাগুলো যেন এগুলোকে ছাড়িয়ে যায়, তেষ্টাটা যেন বেড়েই চলে।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার কবিতা লেখার পিছনে সব দোষ তোর দোস্ত :P এমন ভাবে উৎসাহ দেস তুই, না লিখে পারিনা । তুই কিন্তু এখন আর আমার কবিতার সমালোচনা করসনা ।

তুই সমালোচনা না করলে আমার কবিতার মান ভালো হবে কীভাবে ।

দোয়া করিস যাতে তুই যেমনটা চাস তেমন ভাবে লিখতে পারি ।

ভালো থাকিস সবসময় ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২০

মোঃ ইসহাক খান বলেছেন: এমন সমালোচনা করবো, এমন সমালোচনা করবো, এমন সমালোচনা করবো যে ................ থাক আর বললাম না। সময়মত টের পাবি।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :D :D ঠিক আছে আই রেডি 8)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.