নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠আমি আসব♠♠

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫





কি মায়ায় কোন টানে আবার আসিব ফিরে আমি

কে জানে কে জানে

বৃষ্টি হয়েও ফিরতে পারি আবার কখনো ভেজা কাক

তোমার হৃদয়ে আসব আবার , দুঃখিনী জেনে রাখ ।



তাল গাছের ঐ বাবুইর বাসায় নিমন্ত্রণ পেয়েছি কবেই

তোমার দাওয়াত পেলে জানি উপেক্ষা করবো সবই ।



প্রখর রোঁদে আসব আমি দক্ষিণা বাতাস হয়ে

গাঙচিলের ঐ তীক্ষ্ণ চোখ বার বার ফাঁকি দিয়ে

মাঝে মাঝে আসব আমি তোমার দুঃখ শুনতে

রঙিন সুতো সাথে আনব পুরনো স্বপ্ন বুনতে ।



কখনো আসব নিকোটিনে পুড়ে কখনোবা সুগন্ধি মেখে

তোমার দুঃখ গুছবে হয়তো এমন উপস্থিতি দেখে

কখনো আসব জয় নিয়ে কখনোবা পরাজয়

এক দু’ফোটা অশ্রু ঝরলে কার কি এমন হয়



আসব আমি মশাল হাতে যে কোন অন্ধকার রাতে

তৈরি থেকো তুমি , হটাত এসেই কপাট খুলে নিয়ে যাব আমার সাথে





জনে জনে হায় কত মাতামাতি

ও বলছে ও জন দেখেছে আমার বিভিন্ন বেশ

জাদুকরের শক্তি ধারণ করেছি আমি

যার ভিন্নতার নাই শেষ ।



___রাসেল হোসেন (০২/১০/১৩)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার হৈসে কবিতাটা ||

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ নিয়মিত পাঠের জন্য ।

ভালো থাকবেন ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। তবে সাধু ও চলিতের মিশ্রণ না হলেও ভালো হয়। শভকামনা কবিকে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। নেক্সট টাইম থেকে এই প্রব্ললেম তা বাদ দিতে ট্রাই করবো ইনশাল্লাহ ।

ভালো থাকবেন

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

রাসেল, কবিতা অনেক ভালো লেগেছে ।
শুভকামনা রইল কবির জন্যে ।।

এটা ১০১তম কবিতা কি ?

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম ।

ভালো থাকবেন ।

কৃতজ্ঞতা রইলো

না আপু এটা আমার ১০৩ তম কবিতা :D

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আসব আমি মশাল হাতে যে কোন অন্ধকার রাতে
তৈরি থেকো তুমি , হটাত এসেই কপাট খুলে নিয়ে যাব আমার সাথে

সুন্দর+

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ।

আপনি আমার কবিতা পরেছেন তাই অনেক ভালো লাগছে

আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মন্তব্য করতে পারিনা :(

ভালো থাকবেন ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

অদৃশ্য বলেছেন:





লিখাটি ভালো লাগলো রাসেল...



শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাইয়া । নিয়মত সময় দেন এবং কমেন্ট করে উৎসাহ
দেন বলে কৃতজ্ঞতা ।

ভালো থাকবেন ।

কয়েকদিন ব্লগে দেখা যায়নি যে ?

খুব ব্যস্ত নাকি ??

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

অদৃশ্য বলেছেন:




বেশ কিছুদিন যাবৎ আমি শুক্র/শনিবার ব্লগে থাকিনা বা সন্ধার পর ব্লগে বসিনা, হলে তা হঠাৎই...
সম্ভবত ঈদের পর থেকে আরো কিছুটা নিয়মিত সময় এখানে দেওয়া সম্ভব হবে...

জীবনে ব্যস্ততার কোন শেষ নেই... কোন কজাকাম নাই তবুও অনেককেই খুব ব্যস্ত দেখবেন...

শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ও আচ্ছা । আশা করি আপনার ব্যস্ত সময় ভালো কাটুক ।

আসলেই অনেক রকম কাজ থাকতে পারে মানুষের ।

ব্যস্ততার শেষ নাই ।

শুভ কামনা রইলো ।


আর হ্যাঁ ব্যস্ত সময় পর আশা করি আবার আপনাকে ফিরে পাব :)


ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.