নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে কবিতার সংগ্রহশালাঃ

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

যারা কবিতা পছন্দ করেন তাদের উপকারে লাগতে পারে



লিঙ্কঃ ১. http://www.bangla-kobita.com/

২. http://kobitapremi.wordpress.com/



সুবিধাঃ এখানে(১&২)আপনি পাবেন সব বিখ্যাত কবিদের কবিতার সংগ্রহ ।এই সাইটের সবচেয়ে ভালো ব্যাপার হল , এখানে পাবেন সব কবিদের আলাদা ক্যাটাগরি ।

এমন কি পাবেন কবিতার ক্যাটাগরিও, যেমন আপনি কি ধরনের কবিতা পড়তে চানঃ

ছোটদের ছড়া-কবিতা ,জীবনমুখী কবিতা ,দেশাত্মবোধক কবিতা, ধর্মীয় কবিতা, প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা , বিবিধ কবিতা , বিরহের কবিতা , মানবতাবাদী কবিতা , যুদ্ধের কবিতা , রূপক কবিতা।

(শুধু ১) আরো একটি মজার ব্যাপার হল এখানে আপনি নিজেও কবি এবং পাঠক হিসেবে কমেন্ট করতে পারবেন। প্রথম পোস্টেই আপনার কবিতা প্রথম পেজে চলে যাবে ।

এবং যারা ঐ সাইটের মেম্বেরনা তারও কমেন্ট করতে পারবে তবে এই কমেন্টটি অবশ্যই কবির অনুমুতি ছাড়া পোস্ট হবেনা। এটা আসলেই একটা ভালো সুবিধা পাঠকদের জন্য তা বলার উপেক্ষা রাখেনা ।



(শুধুঃ২) এখানে আরও আছে পছন্দের বই ডাউনলোডের সুবিদা একদম ফ্রী।



অসুবিধাঃ (শুধুঃ১):

ওখানে কবিতা পোস্ট করলে ৯০% কমেন্ট পরবে একই রকম যেমনঃ খুব সুন্দর কবিতা , আমার পাতায় দাওয়াত রইলো। প্রতিটি কমেন্ট প্রায় একই রকম দেখে একটু বিরক্ত লাগতে পারে।

(শুধুঃ২) অভিজ্ঞতা নাই , তবে ওখানে তেমন কমেন্ট পড়ে না :P



__________________________________________________________





**ওয়েবসাইটঃ http://tagoreweb.in/

সুবিধাঃ যারা শুধু রবীন্দ্রনাথের কবিতা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই সাইট ।এখানে আপনি রবীন্দ্রনাথের কবিতা, গল্প, ছোটগল্প, রচনা , নাটক , এবং গান ও পাবেন । যারা একটু বেশিই ভক্ত তাঁরা Click This Link এই সাইটটিও একটু ঘুরে আসতে পারেন ।



অসুবিধাঃ এখানে আপনি কমেন্ট করতে পারবেন নাহ । অনেক গুলো কাব্য গ্রন্থ আছে কিন্তু কপি আর পেস্ট ছাড়া ডাউনলোড অসম্ভব :/

__________________________________________________________





**লিঙ্কঃ http://www.dukhumiah.blogspot.com/



সুবিধাঃ বিদ্রোহ যারা পছন্দ করলে এখানে যেতে পারেন । এখানে পাবেন কাজী নজুরুল ইসলামের হিউজ কালেকশান , কবিতা আর গান, আরো আছে ইউ টিউবের লিঙ্ক যেখানে আপনি চাইলে সরাসরি পাবেন নজুরুলের গানের ভিডিও কালেকশান  । আর কমেন্ট করাতো থাকছেই ।



অসুবিধাঃ বেকগ্রাউন্ড দেখে একটু ভয় পেলেও পেতে পারেন । আরও একটি সমস্যা হল বেকগ্রাউন্ড পিকচারের জন্য আপনার পড়তে একটু সমস্যা হতে পারে তবে আপনার চোখ যদি আমার বন্ধু টুকু মিয়ার মত হয় তাহলে আর কোন প্রব্লেম নাই :D



__________________________________________________________



*** লিঙ্কঃ
http://jeebonanondo.blogspot.com/

Click This Link



এই দুইটা সাইটে আপনি পাবেন জীবনানন্দ দাশের কিছু কবিতার সংগ্রহ ।



সুবিধাঃ জীবনানন্দ দাশের কবিতা একসাথে পাইনি আমি । কয়েকটা ছাড়া ছাড়া করে পাই ভিবিন্ন সাইটে ।

তাই আর সুবিধা কই পাইলাম 



অসুবিধাঃ সুবিধা যেহেতু নাই অসুবিধা আর না বলি :P

__________________________________________________________



** আমার মত যদি কেউ থাকেন যারা ভাবেন যে, ছোট বেলায় কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ , জসীমউদ্দীন, যতীন্দ্রমোহন বাগচী , রবীন্দ্রনাথ ঠাকুর , সুকান্ত ভট্টাচার্য , সুকুমার রায় , সত্যেন্দ্রনাথ দত্ত তাদের জন্য অনেক কবিতা মুখস্থ করতে হইছে আর তাগো কবিতা পড়ুম না অর্থাৎ একদম নতুন কবিদের গরম গরম কবিতা পড়তে চান শুধু মাত্র তাদের জন্য নিচের সাইটঃ

**লিঙ্কঃ http://www.golpokobita.com/members/home

সুবিধাঃ সুবিধার শেষ নাই । আপনি চাইলে এখানে Registration করে কবিতা বা গল্প লিখে জিততে পারেন উপহারও আরও পারেন কবিতা বা গল্প প্রেমিক বন্ধুও জোটাতে, যাদের সাথে অনলাইনে ফেবুর মত করে চ্যাটিং করতেও পারবেন,অতি বেশি আগ্রহি হলে ব্যাচেলররা বেছে নিতে পারেন কবিতা বা গল্প প্রেমিক জীবন সঙ্গী ;)

আরও আছে ,আপনার কবিতার রেটিং দেখাবে এখানে , যেটা আপনাকে লিখতে একটা আলাদা আগ্রহ তৈরি করতে পারে।



অসুবিধাঃ
সবচেয়ে বড় অসুবিধা হল মাসে একটা পোস্ট করতে পারবেন তাও আপনার কবিতাটা ১মাস পড়ে দেখতে পাবেন যে পোস্ট হইছে । আমার মত বেখেয়ালি হইলেতো কথাই নাই। কারন আমি একটা কবিতা দিসিলাম আগস্ট সংখ্যায়, হঠাত মনে পরছে অক্টোবরে, তারপর ওখানে ঢু মারলাম, কিছু কমেন্টও পড়ল রিপ্লাই ও দিলাম ৩ মাস পর । কমেন্টকারীরা টাস্কি খাইতে পারে :D

__________________________________________________________



*** এবার আসছি সামুতে যারা কবিতা লিখেন তাদের লিঙ্ক নিয়েঃ

যারা কবিতার পাশাপাশি কমেন্ট পড়ে আনন্দ এবং একটু ঈর্ষান্বিত হতে চান তাঁরা যেতে পারেন

খুব খুব হিট কবি ও লেখক
শায়মা আপু আর এক্সট্রা আপুর ব্লগে । আপনি চাইলেই ওনাদের ব্লগে সারাদিন কাটিয়ে দিতে পারবেন । অসাধারন লিখেন । মনে হ্য় চোখের সামনে সব চরিত্র গুলো খুঁজে পাই । কীভাবে পারেন আপনারা :P



আরও আছে জনপ্রিয় কবি ও লেখকঃ সায়েম মুন ভাই , খেলোয়াড় ভাই , আরজুপনি আপু , ভিয়েনাস ভাই, শহিদুল ইসলাম ভাই, বোকামন ভাই, কান্ডারী ভাই, অদৃশ্য ভাই ,টুম্পা মনি আপু, সুপান্থ ভাই , মাসুম আহমেদ ভাই , সেলিম আনোয়ার ভাই , নেক্সাস ভাই ,একজন আরমান ভাই , ধুলোবালিছাই ভাই , আহমেদ আলাউদ্দিন ভাই, ইনকগনিটো ভাই , শত রুপা আপু, তুষার ভাই , নস্টালজিক ,রিয়াদ ভাই ।

______________________________________________________



*** এরপরেও যদি আপনার আরও কবিতা লাগে তাহলেতো পাবলিক লাইব্রেরীতো থাকছেই http://www.publiclibrary.gov.bd/bn। এখানেও যেয়ে একটু ঘুরে আসতে পারেন।



কৃতজ্ঞতাঃ অদৃশ্য ভাই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

অদৃশ্য বলেছেন:





হুমমম... লিঙ্কগুলোতে সময়করে ঢোকা যাবে... আর লিখার স্টাইলটা বেশ ভালোই লাগলো...

স্বতন্ত্র লিখা লিখেন... সেটাই আপনাকে সামনে নিয়ে যেতে সহযোগিতা করবে...


রাসেলের জন্য
শুভকামনা...

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভাই একটা সমস্যায় পরছি কাল আমি যে কবিতাটা পোস্ট করছিলাম "হারানো দিনগুলো" । ওটা আমর ড্রাফ্‌টে যেঁয়ে বসে আছে কেন বুজলাম না :( । ঐ কবিতা এখন আর আমার পোস্টগুলায় খুঁজে পাইনা কেন?

মনে হচ্ছে কি জানি প্রব্লেম হচ্ছে ।

ড্রাফ্‌ট থেকে কি এটা আবার পোস্ট করতে পারব?

ভালো থাকবেন ভাই ।

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম । :)

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

মোঃ ইসহাক খান বলেছেন: ভালো। লিংকগুলো কাজে লাগবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.