নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠হারানো দিনগুলো♠♠

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯





একটু বেশি ঢিলেঢালা জামা পরছি ইদানীং

এ সময়ে হঠাত নিজেকে বয়স্থ মনে হচ্ছে

কবে থেকে জানি ঠিক খুঁজে পেলাম না স্মৃতির বদ্ধ-কুটিরে

ভুলেই গেছি সেইসব দিনের কথা , শৈশব আর কৈশোরের কথা



রংচটা জিন্স পেন্টে আর স্টিজ কাপড়ের গেঞ্জিতে হারাতাম,

নিজের দেহের অবয়ব পাশের মানুষের চোখে ছবি আঁকারে উপহার দিতাম ।

সন্ধ্যার পরেও সানগ্লাস চোখে হাঁটতাম শ্যামলী পথে

কখনো কোন ভাদরে দেখা হয়ে যায় নতুন কোন কিশোরীর সাথে

মাঝে মাঝেই সিনেমা হলে ঘুরে আসতাম; সিনেমার নায়কের

পোশাক প্রায় বাজারে খুঁজে আসতাম কখনো পেতাম

আবার কখনো মূল্য শুনেই নিজেকে অপরাধী ভাবতাম ।

কখনো বা প্রচলিত বাক্যে বন্ধুদের বলা হত

সকল রূপসী ললনারা ভাবী হয়ে থাকুক তোদের জীবনে

স্মরণীয় বরণীয় এবং পূজনীয় হয়ে থাকুক রাম সাম ও নিমাইয়ের চোখে



আজ সত্যি হারিয়ে গেছে সোনালী দিনের রুপালি স্বপ্নগুলো

হাতছানির অভাবে ভুগছে আমার বয়সী কালেভদ্রে বেড়ে উঠা

পুরনো প্রাণীগুলো হারিয়ে চলছে নিজেকে সময়ের স্রোতের বিপরীতে



আরও মনে পড়ে যায়

শৈশবে নদীর জোয়ারে ঘোলা পানিতে নাইতে নামার কথা

মনে পড়ে সমুদ্রের ডুবরি হওয়ার অভিলাষী স্মৃতির কথা

কোঁচরা ভরিয়া নিষিদ্ধ ফুলের বাগানে খুব ভোঁরেই শিউলি ,বকুল ,

হাসনাহেনা ও বেলি ফুলের মালা তৈরি করা ,

একটু বেশি সুযোগ পেলে গন্ধরাজ অথবা গোলাপের ঢাল ভেঙ্গে

পড়ার টেবিলের পাশে এক কৌটা পানিতে সিক্ত রাখার ব্যর্থ প্রচেষ্টা

মাঝে মাঝে ইশকুলে যাওয়ার পথে দুই টুকরো সরু বাঁশে বানানো

পুল থেকে ইচ্ছে করেই পানিতে পড়ে যেয়ে ফের বাড়িতে ফিরে এসে

আর ইশকুলে না যাওয়ার কৌশলের কথা ।

অনেক দূরে বহু দূরে ফেলে এসেছি আমার রঙিন প্রতিদিনের ঊষা ।

সত্যি ভুলে গেছি আনন্দ ক্ষণ বিয়ের বাড়িতে

নতুন বরকে রঙ ছিটানোর পুরনো তেইশটি কৌশল ।



একদিন হয়তো এই মুহূর্তটাকেও ভুলে যাবো

ভুলে যাবো পৃথিবীর সকল প্রতিদানের কথা হারিয়ে যাবো

অন্য এক জগতে যেখানে রাতের পাশাপাশি দিনেও অন্ধকারে ছেয়ে থাকে ।

------------------------------------

___রাসেল হোসেন (২৭/০৯/১৩)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬

আরজু পনি বলেছেন:

বাহ নস্টালজিক ফটো আর কবিতা...দুইয়ে মিলে দারুণ কম্বিনেশন ।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।

চাইলে কিছু ভালো লাগা ফ্রী দিয়া দিমু :P

ভালো থাকবেন ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আমার কবিতার নতুন পাঠক কে ।

ভালো থাকুন ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

বোকামন বলেছেন:
অনেক দূরে বহু দূরে ফেলে এসেছি আমার রঙিন প্রতিদিনের ঊষা ।

নস্টালজিক হলাম ..।

খু্ব সুন্দর কবিতা

ভালোলাগা রইলো ।।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । আপনার মনের অনুভূতি নিয়ে এসেছি শুনে পুলকিত হলাম ।

ভালো থাকুন সবসময় ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি যা বলতে চাইসিলাম, তা আরজুপনি বলে দিসেন।
নাইস ওয়ান ||

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) আপনাকেও তাইলে কিছু ভালো লাগা দিতে পারি :)

ভাইয়া আমার কবিতা নিয়মিত পড়ার জন্য কৃতজ্ঞতা থাকলো।

ভালো থাকবেন ।

ধন্যবাদ

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

অদৃশ্য বলেছেন:





মেইন পেজের কোন লিখা ড্রাফটে চলে গেলে ড্রাফটটে গিয়ে সেই ড্রাফটটি ওপেন করুন... আর শুধুমাত্র নীচের ''ব্লগে প্রকাশ করুন'' টা প্রেস করুন... তাহলেই দেখবেন লিখাটি জায়গামতো চলে গ্যাছে...

শুভকামনা...

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.