![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
দীর্ঘ ৮০ দিন থেকে নিয়মিত পোস্ট দিয়েছি। প্রায় ৩৭টা পোস্ট করার পর অবশেষে সামু মামা আমাকে জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
সবার দোয়া পার্থী।
তাই আজকে আপাতত একটি কবিতা দিয়ে ফিরছি নতুন উদ্যমেঃ
রাজকুমারীর সাথে একদিন
_________________________________
শুনছো তোমাকে বলছি ,
অধীর আগ্রহ নিয়ে তোমার কথা শুনছিলাম
এবার আমি বলছি ,
হ্যাঁ রাজকুমারী তোমাকেই বলছি,
ভাবছি আকাশের চাঁদ তারাদের একদিন ছুটি দিয়ে দিবো
যেদিন তোমাকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবো ;
সাগর বলেছে যেদিন তুমি আমি সমুদ্র বিলাসে যাবো
সেদিন নাকি সে সব দুঃখ ভুলে গিয়ে পানির নীল রং পরিবর্তন করবে ;
ঐ দেখো সব ফুলেরাও হাসছে
ওরা বলছে তোমায় নাকি নীল পদ্মের মতো লাগছে,
এ কি গোলাপের আবার কি হল ও আসেনি কেন??
ওঃ বুঝেছি , তোমায় দেখে ঈর্ষান্বিত হয়ে
আয়নার সামনে সাজতে বসেছে ।
হায় হায় পরীদের ডানা গেলো কোথায় ?
তোমায় নাকি সৃষ্টিকর্তা ডানা দেয়নি তাই সব পরীরা
হরতাল ডেকেছে আজ !
ওদের শ্লোগান শুনেছ !
“ এতকিছু দিয়েছ খোদা ডানা কেন দিলে না
পরী না করে নারী কেন বানালে এ অবিচার আমরা মানি না ”
সৃষ্টিকর্তার উত্তর:
“ পরীতো ব্যাপার না আহা বানানোই যেত
একটু চিন্তা করে দেখ তখন পাশের ছেলেটির কি হতো ”
এই তুমি মুচকি মুচকি হাসছ কেন ?
সব পাখিরা একত্র হয়ে দেখো আরশের ছায়া তৈরি করেছে
তোমার গায়ে নাকি আজ রোদ পড়তে দিবে না ওরা,
তুমি বললে সূর্যকে বকে দিবো আমি ।
এমন দিনে বৃষ্টির খুব প্রয়োজন ছিল
তবে আমি বৃষ্টির জন্য আক্ষেপ করব না
আমি জানি তোমার বৃষ্টি দেখলে মন খারাপ হয়ে যায় ।
আচ্ছা তোমার অন্য সব প্রেমিকদের একদিন ছুটি দিতে পারবে ?
আমি একটি দিন চাইবো তোমার কাছে
তোমায় নিয়ে ঘুরতে যাব সৃষ্টির সব পবিত্র স্থানে
এই যান্ত্রিক সভ্যতাকে একদিন ভুলে যেয়ে ।
__________________
_________রাসেল হোসেন ( ১৯/০৮/১৩ )
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হ্যাঁ আজকাল যেই যুগ পড়ছে হরতাল না করে উপায় আছে।
মিষ্টি পরীরা খেয়ে ফেলছে ।
অনেক ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য।
নিশ্চয় যাব।
ভাল থাকবেন।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১
তানজিলা হক বলেছেন: কবিতাতো জটিল্স
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
তুহিন সরকার বলেছেন: নুতুন করে শুভেচ্ছা ও স্বাগতম।
শুভকামনা রইল।্্্
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
মহিদুল বেস্ট বলেছেন: ভাই মিনারেল কবে হবো?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬
এন ইউ এমিল বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২
মোঃ ইসহাক খান বলেছেন: জেনারেল হওয়ার অভিনন্দন।
লেখালেখি কখনো যেন থেমে না যায়।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত।
ভাল থাকিস
দোয়া করিস ওকে ।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
ইমরাজ কবির মুন বলেছেন: ব্বাহ !
অভিনন্দন রাসেল
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা ,স্বাগতম ও অভিনন্দন।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: চমৎকার কবিতা!
জেনারেল মোবারক । হ্যাপি ব্লগিং ব্রো..
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
অপরাজিত একজন বলেছেন: কনগ্র্যাটস হ্যাপি ব্লগিং
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
অদৃশ্য বলেছেন:
রাসেল
এটা অনেক আনন্দের খবর যে আপনি এখন জেনারেল... আপনার অনেক লিখা প্রাকাশে সাথে সাথে নিজের মতামতের ও প্রকাশ করুন ইচ্ছেমতো... এতোসময় অপেক্ষার পর প্রাপ্তিটা নিশ্চয় অনেক আনন্দের...
লিখাটা মজার... নিয়মিত লিখুন... কথা হবে
শুভকামনা...
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হ্যাঁ ভাইয়া, অনেক ভালো লাগছে বহুদিন পর অনেক বেশি খুশি ছিলাম আজ সারাটাদিন,
দোয়া করবেন
ভালো থাকুন
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
বেকার সব ০০৭ বলেছেন: অভিনন্দন হ্যাপি ব্লগিং - কবিতা সুন্দর হয়েছে
আমি জেনারেল হয়েছি আজ
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমিও আজ জেনারেল হয়েছি।
স্বাগতম আপনাকে।
ভালো থাকবেন ।
কবিতা ভাল লেগেছে শোনে পুলকিত হইলাম
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
জনাব মাহাবুব বলেছেন: প্রথম দিনেই ফাটাইয়া দিছেন। কবিতা চরম হইছে।
আমিও গতকাল (০৩/১১/২০১৩ইং) জেনারেল হইছি।
আসেন কোলাকুলি করি।
সামু একসাথে অনেককেই জেনারেল করেছে।
মনে হয়, ঈদ উপলক্ষ্যে জেলখানা থেকে পুরানো কয়েদিদের মুক্তি দিয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে
আসেন কোলাকুলি করি
আমারও তাই মনে হয় , এত দিন আমাদের চোখেই পরেনি
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
ময়নামতি বলেছেন: স্বাগতম।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ।
ব্লগে আপনি আমার পোস্টে প্রথম মন্তব্য করেছিলেন ।
আপনাকে সেদিন ধন্যবাদ দিতে পারি নাই তাই আজ দিলাম
৮০ দিন আগের ধন্যবাদ ।
ভালো থাকবেন
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ময়নামতি বলেছেন: ধন্যবাদ নিউ ব্লগার,সামাহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
ভাল লাগল আপনার কবিতা যেন নীল আকাশের সবিতা।
ভাল ভাল কবিতা আপনি উপহার দিবেন, থাকবেন আমাদের পাশে , আপনার প্রতিভা বিকশিত হবে আমাদের মাঝে , পাঠকের হৃদয় নিংরানো মন্তব্য এর মাঝে আপনি ফুটে উঠবেন নতুন আনন্দে।
শভকামনা সকল সময়ের জন্যে।
প্লাস । +++++++++++
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
ময়নামতি বলেছেন: আপনি আমাকে এভাবে মনে রাখবেন ভাবিনি,
আমি মনে করি নিউ ব্লগারদের অনুপ্রেরণা দেয়া উচিত।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ঠিক বলেছেন । হা মনে আছে খুব ।
প্রথম কমেন্ট মনে না থাকে কিভাবে বলেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বলেন কি! পরীরাও হরতাল করে!!
জেনারেল হইলেন, মিষ্টি কই?
আর আমার ব্লগে নেমতন্ন রইল।