নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়িষ্ণু প্রেম

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২





নন্দিনী জানি নিজেকে খেয়াল না কর

বয়সের সাথে কেন শরীর দেখনি,

আদরে আদরে কাটে,হয়েছ অগ্রজ

পরিবারের দায়িত্ব সমাপ্ত হয়নি।

অযথা হেলানো বেলা পরে থাকে যদি

মনে মনে শুধু যেন চন্দ্র তারা বল,

স্মৃতির ডাইরি নিয়ে, জানো আমি চলি

সামান্য ভালবাসায় দোর যদি খোল।



একবার মনঃ ভুলে ভালবাসা ঝরে

অযোগ্যতা নিয়ে আজ তার পানে সঁপি,

কহিলাম ভুল ব্যথা ওগো প্রাণ সখি

নিজগুণে ক্ষমা চাহি হাত জোড় করে।

হতাশ করনা তুমি উঠ রাগ কেটে

পাল তুলে খুঁয়ে যাব দুঃখ সব ছেঁটে।



____________

__রাসেল হোসেন (০১/১১/১৩)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: স্মৃতির ডাইরি নিয়ে, জানো আমি চলি
সামান্য ভালবাসায় দোর যদি খোল।

দুটো লাইন ভাললাগলো। মোটের উপর কবিতা ভাল হয়েছে।ক্ষয়িষ্ণু প্রেম সুন্দর কবিতা। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

পুলকিত হইলুম

ভাল থাকবেন :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

অদৃশ্য বলেছেন:






রাসেল লিখাটি ভালো লাগলো... তবে সামনে আরও ভালো আশা করছি...


শুভকামনা...

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি আসলে ১৪ লাইন আর ১৪ অক্ষরে শেষ করতে চেয়েছি।

সনেটএর মত । নিয়ম তেমন একটা জানিনা বা বুঝিও কম

ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

অযোগ্যতা নিয়ে আজ তার পানে সঁপি,
কহিলাম ভুল ব্যথা ওগো প্রাণ সখি


সুন্দর

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে রাসেল ||

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

নিয়মিত পড়ার জন্য কৃতজ্ঞতা :)

ভাল থাকবেন

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: শেষের ছয় লাইন বেশ লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তঁর ভালো লাগছে শুনে আমার একটু খারাপ লাগলো কারন

তুই তো এই টাইপ কবিতা পছন্দ করিস না B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.