নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির অন্তরালে

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

চুয়ে চুয়ে বৃষ্টির পানি পড়ছে আমার বিছানার কিনারে

ভিজে গেছে নকশী কাঁথার ভাঙা কুলার অংশটুকু

এ দেখে কীভাবে খুশি হব আমি,কীভাবে বৃষ্টিতে ভিজতে

ইচ্ছে জাগবে আমার,তাই আজ ঘন বর্ষার দিনেও আমি

লিখতে বসি বিষণ্ণতার কথামালা,লুকিয়ে থাকা কষ্টে

জর্জরিত সামান্য হলেও নির্ভয়ে বেদনা সহ্যের বীরত্বটা।



আকাশ বেদনা সইতে পারেনা,পারে একরাশ নীলের বোঝা বইতে

সামান্য ব্যথায় ঝিরঝির করে ছেড়ে দেয় তার নীল হৃদপিণ্ডের

ঘোলা মেঘের আবরণটুকু,কখনো বা মুষলধারে কেঁদে কেঁদে বিলিয়ে

দেয় এ পৃথিবীর সকল প্রাণীর হৃদয়ে,কেউ সুখে আবার কেউ হাঁ হুতাশ

করে মিলিয়ে দেয় বিশাল আকাশের এক খণ্ড পরাজিত কষ্ট



বৃষ্টির ছন্দে উল্লাসে ভাসে প্রেমিক প্রেমিকার ফোনালাপ

কবি সাহিত্যিকের মনে এঁকে যায় নতুন কোন দৃশ্যপট

রোঁদে ফাটা চৌচির মৃত্তিকার এতদিনের যন্ত্রণা হবে বাসি

আরব্য কল্প কাহিনীতে দুপুরের রোদে ক্লান্ত চরিত্রটির সামান্য বিরতি

আলসেমিতে ঘুম ঘুম চোখে মেতে উঠবে দাবার গুটি

জুয়াড়িদের মনে নতুন দু’চার জন সঙ্গী পাওয়ার অনুভূতি

মায়ের চোখে পরিবারের সবার একসাথে খিচুরি খাওয়ার খুশি

কিশোরী মেয়েটির পাঠশালায় না যাওয়ার আনন্দের হাসি

আর এরা সবাই নির্দ্বিধায় বলে দিবে বৃষ্টি তোমাকে ভালবাসি।



অসুখে পড়ে থাকা সারাবছর একটি কাপড় মুরিয়ে কাটানো পথিকের কথা

কর্দমাক্ত পথে বয়স্ক প্রাণীগুলোর হার ভাঙার পরের অনুশোচনা

পদ্মার বুকে একটি ট্রলারের নিমিষে উল্টে যাওয়ার রেডিও বার্তা

পথ শিশুদের অবিক্রীত বকুল ও শিউলি মালার মায়া কান্না

দিনমজুরের খরচ জোগাতে বৃষ্টি থামার অগ্রাহ্য প্রার্থনা

লোকাল বাসে ঝুলতে না পেরে দিগুণ খরচের মন খারাপের ছবিটা

হঠাৎ কুটুমের আগমনে গৃহকর্তার বৃষ্টি ভিজে বাজার করা

গরীবের পুরনো বাড়ির চাল বেয়ে জল আটকাতে দু’চারটে পাতিলের যোগান দেয়া

অনিচ্ছাকৃত মনে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রমের মাইনে হাতে নেয়া

তুমি এদের জিজ্ঞাসা করে দেখ,বৃষ্টি্ ,বাধ্য হয়ে মেনে নেয়ার ক্ষতি করেছে।



আমি বৃষ্টির বিরোধিতা করছিনা খেপছিনা প্রকৃতির এমন আচরণে

আমি ভাসছি বাস্তুসংস্থান টিকেয়ে রাখার অদৃশ্য মায়াজালে ।



______________

___রাসেল হোসেন (২৬/১০/১৩)



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ

কমেন্টের জন্য কৃতজ্ঞতা

ভাল থাকবেন

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
শেষ ২ লাইন চমৎকার ||

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই। নিয়মিত কবিতা পড়ে কমেন্ট করার জন্য

শুভ কামনা।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

অদৃশ্য বলেছেন:






শুরুটাও চমৎকার হচ্ছিলো... আর শেষটা খুব চমৎকার হয়ে গ্যাছে... আর মাঝখানে অনেক তথ্য, অনেক ভাব যা কিনা বেশ ভালোই লেগেছে...

ঠিক আছে... এভাবেই চলতে থাকুন... একদিন পথ ঠিক আপনাকে খুঁজে নেবে...

রাসেলের জন্য
শুভকামনা...

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি এত খেয়াল করে কবিতা পড়ে সুন্দর একটা কমেন্ট করার জন্য কৃতজ্ঞতা

সুস্থ থাকুন

নিয়মিত পোস্টের সাথে থাকেন বলে কুব ভাল লাগে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: আমি ভাসছি বাস্তুসংস্থান টিকেয়ে রাখার অদৃশ্য মায়াজালে । ------- বায়োলজি যে এখনো ভুলিস নি বোঝা যাচ্ছে।

দূর ব্যাটা এগুলা কী লিখছিস? (সমালোচনা)

কবিতা ভালো হয়েছে। (প্রশংসা)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: =p~ =p~ =p~

ধইন্না

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

সুপ্ত-আগ্নেয়গিরি বলেছেন: ভাল লাগল।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ নতুন পাঠকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.