নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

শেষ অবলম্বন

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

নিঝুম রাতে কিসের টানে ফিরে এলে আমার কাছে

কি করে বোঝাব সুখ সব কেঁদে কেঁদে মরে গেছে,

এই অন্তিম মুহূর্তে মায়াময়ী বিষাদী বার্তাগুলি কেন শোনালে আমায়

স্বপ্ন দেখ তুমি শিশির ঝরে পড়ার সময় কাঁদাবোনা তোমায়।

হারাবো আমি কোন অজানায় বুঝিনিতো আগে

কোন সুবাদে এলে তুমি এই অবেলায়।



আমারো স্বাদ জাগে এখন বাঁচার ,বেঁচে থাকি তোমার

আঁচল তলে নরম হাতের স্পর্শ পেয়ে,বিনুনি চুলের

সুবাস নিয়ে বেঁচে থাকি আরও এক অর্ধ শতাব্দী।



এতদেরী করে এসে,কেন মায়াকান্নায় ভাঙ্গছ বুক

আমার বিষ পানের ভয়ানক শেষ মুহূর্তে,কি এমন পাবে সুখ।

আমিও বাঁচতে চাই এখনো,তোমার বক্ষদেশের সুগন্ধি শুকে

লাল ঠোঁটে চুমুতে মজে,কালো চোখের লজ্জায় হারাতে,

আঙুলের ফাকে চাঁদমুখ দেখতে দেখতে আরও তিনটি বিস্তৃত যুগে।



তবে তা কি হয়? হবে?এত জানি আমিও ফিরব

অলস ঘুরবো তোমার বেলকুনিতে,সিলিকায় তৈরি জানালার কাঁচে

বেলা নিয়ে তোমায় স্পর্শ করতে,কখনো বিকেলের পড়ন্ত সূর্যের

রক্তক্ষয়ী বিকিরণ নিয়ে অথবা বেশ অবেলায় রাতের নির্জনতায়

চাঁদের জোছনায় মিটি মিটি তারাদের আসরে;

জোনাকির ঝিলমিল আলোয় তোমার ঘুমের ঘরে,দুর্ভাগ্যে ফসকে গেলে

সকালের প্রথম কিরণ নিয়ে উদ্দীপ্ত চোখে একরাশ আগামী দিনের স্বপ্ন দেখিয়ে।



বেঁচে থেকো তুমি,আমি আছি তোমার দু’চোখের মণি কোঠায়

অনেক বেশি মনে পড়ে গেলে সমতল দর্পণে চোখ রেখো

শূন্যতায় না ভুগে ঠেস দিয়ে বসে নিও বেতের সোফায়।





__রাসেলহোসেন (২৫/১০/১৩)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

আরজু পনি বলেছেন:

মুক্তির অভিনন্দন রইল রাসেল !:#P

প্রচন্ড ব্যস্ততার মাঝেও ব্লগে ঢু দিতে এসেছিলাম...


পরে আবার আসবো আপনার পোস্টে ।
ভালো থাকুন অনেক অনেক ।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পড়ে আসবে শুনে পুলকিত হইলাম।
হ্যাঁ ৮০ দিন বন্ধি ছিলাম আপু

সময় পেলে আসবেন।

শুভ কামনা।

ব্যস্ত সময় ভাল কাটুক :)

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

অদৃশ্য বলেছেন:





ভালো লাহলো রাসেল... আমরা সবাই ( বেশিরভাগই ) মোহের মাঝেই ঘোরাফেরা করি... মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত এই মোহ কাটতে চায় না...


শুভকামনা...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হ্যাঁ ভাই ঠিক বলেছেন

ধন্যবাদ

ভালো থাকবেন

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং স্বাগতম অভি ভাই

শুভ কামনা

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

না পারভীন বলেছেন: কবিতা ভাল পাইলাম
বক্ষদেশের সুগন্ধি ---কবিতায় বক্ষদেশ শব্দটি মনেহয় প্রথম দেখলাম . =p~ =p~ =p~
অনেক শুভ কামনা রইলো

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: =p~ =p~ =p~

হা হা হা হা

কমেন্টে ধন্যবাদ

ভালো থাকুন

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সপন সআথই বলেছেন: চমৎকার

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম নতুন পাঠকে

ভালো থাকুন

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

মোঃ ইসহাক খান বলেছেন: বড় হলেও কবিতা ভালো।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) :)

৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

রক্তক্ষয়ী বিকিরণ নিয়ে অথবা বেশ অবেলায় রাতের নির্জনতায়


বেশ চমৎকার একটি লাইন


০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কমেন্টের জন্য কৃতজ্ঞতা

আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো

ভালো থাকুন

শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.