![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
কবিতা তোমার জন্মদাতা কে?
-কষ্ট
কবিতা তোমার জন্মদাত্রী কে?
-কষ্ট
কবিতা তোমার সঙ্গী কে?
-কষ্ট
কবিতা তোমার বিনোদন কী?
-রোমাঞ্চ
কবিতা তোমার প্রেমিক কে?
-কবি
কবিতা তোমার ঘর কোথায়?
-ব্যর্থ ও সফল প্রেম, প্রকৃতি আর মানুষের জীবনাচরণে
কবিতা তোমার সার্থকতা কোথায়?
-মানুষ (কবি ব্যতিত) পড়ে কিছু না বুঝলে
কবিতা কোন লিঙ্গের?
-বিপরীত লিঙ্গের
কবিতা তুমি কতদিন বেচে থাকবে?
-যতদিন কষ্ট বেচে থাকবে
কবিতা তুমি কি চাও?
-ভালবাসা
কবিতা তোমার সরলতা কী?
-গান
কবিতা তোমার মন খারাপ হয় কখোন?
-আমি যখন বিক্রি হই
কবিতা তুমি কাকে ভালবাস?
-কষ্টকে
কবিতা তোমার হতাশা কিসে?
-সুখে
কবিতা তুমি মরে গেলে কী হবে?
-কবিদের কষ্ট বেড়ে যাবে
__রাসেল হোসেন(১৫/১০/১৩)
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
কমেন্টের জন্য ধন্যবাদ আপু
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
মোঃ ইসহাক খান বলেছেন: শেষের প্রশ্ন এবং উত্তরের জন্য বাহবা দিতেই হয়।
কবিতা সুন্দর লেগেছে।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার পোস্ট গুলো পড়ে কমেন্ট করার জন্য তোকেও বাহবা
ভালো থাকিস
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
-কবিতা তোমার সার্থকতা কোথায়?
-মানুষ (কবি ব্যতীত) পড়ে কিছু না বুঝলে।
এ প্রশ্নোত্তরটা চরম হয়েছে
ভালো লাগলো কবিতার প্রসঙ্গ। শুভ কামনা।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতায় কমেন্ট করার জন্য
ভালো থাকুন
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্টারেস্টিং !
সুন্দর হৈসে রাসেল ॥
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পুলকিত হইলাম ভাই
ধন্যবাদ
শুভ কামনা
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
হৃদয় রিয়াজ বলেছেন: কবিতা তুমি বিয়ে করবে কবে??? আপনার ভাষায় উত্তরটা জানতে পারলে ভাল লাগত
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবিতা চিরকুমার বা চিরকুমারী,
খালী প্রেম করে বিয়ে করবেনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
আরজু পনি বলেছেন:
এতো দেখি রিতিমতো কবিতার সাক্ষাৎকার