![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
ছোট্ট একটা নদীর পাড়ে আমার গাঁয়ের বাড়ি,
একচালা সব টিনের ঘর ঐ যে সারি সারি,
ভোঁর বেলাতে উঁকি মারে পূর্বাকাশে রবি
স্যাটেলাইটে দেখতে যেন তৈল চিত্রের ছবি।
কামার কুমার কৃষক ভাই যাচ্ছে যে যার কাজে,
পান্তা ভাত আর চিংড়ি ভাজি নিত্য খেয়ে ভোজে,
ইরি বিরি শাকসবজি চাষ আহা জমে প্রতি বছর
শস্য শ্যামল আমার গাঁ যেন প্রকৃতির সবুজ আঁচড়।
বর্ষাকালে টই টুম্বুরে আমাদের ক্ষীর নদী,
বোয়াল পুঁটি শোল মাছ পাবে বড়শি পাতো যদি,
কুয়াশার বলয়ে শীতের বুড়ি বেষ্টন করেছে গাঁয়
চাদরে মুরিয়ে অন্য বেশে কেউ না কাউ পায়।
নীল আকাশের দেখা মিলবে রোঁদে রাঙ্গানো শরতে,
কাশফুলের ঐ শুভ্র বন, বিলীন হবে হেমন্তে।
কোকিল ডাকে কুহু কুহু কচি পাতার বাঁশ বনে
গাঁয়ের পথটি সাজে দেখ কৃষ্ণচূড়ার লাল রঙে।
কলসি ভরে কন্যা আনে নদীর ঘোলা পানি
শুদ্ধ বাঙ্গালীনির পরিচয় পেতে মন বলবে, নামটা একটু শুনি?
নগরের ছোঁয়ায় গ্রাম আমার বদলে যাচ্ছে দিন দিন
আমার গাঁয়ের নির্মল বায়ুর পারবোনা ফুরাতে ঋণ।
[রাসেল হোসেন,০৩/১১/১৩]
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দোস্ত তুই ঠিক করে দে না??
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন: গ্রামের পুরো চিত্রটাই ফুটিয়ে তুলেছেন। প্রানের তৃষ্ণাটা আরও বেড়ে গেল। ভাললাগা।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার তৃষ্ণা বাড়াতে পেরে ধন্য
ভালো থাকুন
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
অদৃশ্য বলেছেন:
আহা গাঁও... প্রিয় গাঁও...
খুব খুব ভালো লেগেছে রাসেল আপনার লিখাটি... চমৎকার সব দৃশ্য চোখের সামনে দাড়িয়ে গ্যাছে...
শুভকামনা...
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি আমাকে এত সুন্দর করে উৎসাহ করেন বলে আমার খুব ভাল লাগে
আসলে গ্রামের সুন্দর্য্য লিখে শেষ করা যায়না
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
মোঃ ইসহাক খান বলেছেন: সরল তবে সুন্দর কবিতা।
বানান ঠিক কর্ ব্যাটা!