নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

কিছু অণুকাব্য

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

১.

মুখ লুকিয়ে কি হবে ওগো ভিনদেশী তাঁরা

আমায় বার বার ফাঁকি দিলে কার কাছে পড়বে ধরা



২.



মনে রেখো ,

আমার দেয়া কাগজের গোলাপ তোমায় কাদাবেনা

বড়জোর একটা দীর্ঘশ্বাস দিতে পারে ।



৩.



আমি হারালে তুই শূন্য হবি

তুই হারালে পৃথিবী শূন্য হবে





৪.



বেশ বড় হয়েছিস এবার থাম

আর একটু হলেইতো আকাশ বিপদে পড়ে যাবে





৫.



অনেক দুঃখ পেয়েছিস

এবার একদিন হলেও সুখে ভাস

তুই জেগে থাকিস বলে রজনীও জেগে থাকে

তাই বলি তাড়াতাড়ি ঘুমতে যাস



৬.



দু’চোখের পানিতে সাগর তৈরি করে রেখেছি

অনেক জাহাজ এল গেল এখনো তোমার জাহাজের দেখা মেলেনি ।



৭.



কাটেনা অষ্টপ্রহর তোমায় ভেবে ভেবে

আমার প্রদীপ নিবে বারং বার দমকা হাওয়ার ঝড়ে



৮.



প্রথম কথা হয়েছিল সূচনার জীবনে ভূমিকা রাখবো

মাঝ পথে কথা হল তোমায় নিয়ে একটি প্রেমের প্রবন্ধ লিখব

শেষের কথা হয়েছিল উপসংহার তুমি ভালো থেকো



৯.



না না সে বলেনি, আমি বলেছি

সামনে মেঘাচ্ছন্ন দেখে ফিরে এসেছি



১০.



জলাশয় দেখেছ কেমন উদার দৃষ্টিতে তাকিয়ে আকাশের দিকে

আমিও আছি, তাকিয়ে আছি চোখের দ্যুতি শেষে ।





[রাসেল হোসেন]

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ​, কয়েকটা বেশ ইন্টেলিজেন্টলি ফানি হৈসে।মজা পাইসি ॥

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

ভালো লাগলো আপনার কথা

ভালো থাকবেন

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে....

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালো লাগল

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রথম কথা হয়েছিল সূচনার জীবনে ভূমিকা রাখবো
মাঝ পথে কথা হল তোমায় নিয়ে একটি প্রেমের প্রবন্ধ লিখব
শেষের কথা হয়েছিল উপসংহার তুমি ভালো থেকো


ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ছাই ভাই :D

৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মোঃ ইসহাক খান বলেছেন: বিচিত্র। কয়েকটা বেশ হয়েছে।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

অদৃশ্য বলেছেন:





অনুকাব্যগুলোও খুব ভালো লাগলো রাসেল... তিনচারটাতো হেব্বি...



শুভকামনা...

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

নিয়মিত কবিতা পড়ে কমেন্ট করেন
দেখে অনেক ভাল লাগে

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.