![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
প্রিয় নীল
কেমন আছ?
আজ অনেক দিন পর তোমাকে খানিকটা বিরক্ত করবো,
চিঠি পড়ে মন খারাপ হলে আমাকে ক্ষমা করে দিও
থাক বাদ দেই এসব কথা ;
আজকাল তোমাকে নিয়ে কবিতা লিখি, ছন্দহীন কবিতা,
যে কবিতা তোমার খুব খুব ভাল লাগতো
তখন আমি আলসে ছিলাম কখনো কবিতা বা উপন্যাস পড়তাম না ;
একটা বিমুগ্ধকর প্রেমের কবিতার লাইনও শোনাতে পারতাম না তোমায়
আর এখন নিজেই রাত জেগে কবিতা লিখি, তুমি সত্যি বদলে দিয়েছো আমাকে ;
জানো, তোমার দেয়া গোলাপ গাছটিতে আজ একটি নীল গোলাপ ফুটেছে
প্রথম ফুলটা তোমায় দেয়ার কথা থাকলেও এখন তা আমার কল্পনারও বাইরে
তবে ফুলটা দেখে তোমার কথা খুব বেশি মনে পড়েছিল তাই চিঠিটা লিখে ফেললাম
তোমার দেয়া প্রতিটি উপহার আমার কবিতার ছন্দ মিলাতে খুব বেশি সহায়তা করে
ঠিক তোমারি মত , তোমারি অনুপস্থিতিতে ;
নিজেকে নিয়ে আর বলছি না , এবার তোমার কথা বলো ??
কিভাবে সময় কাটাও ??
আচ্ছা , তোমার বিড়াল ছানাটি নিশ্চয় এতদিনে কাছের সঙ্গীটা কে বিয়ে করে সংসার করছে ??
নাকি এটাও তোমার মত তার জনম জনম সঙ্গীটিকে ছেড়ে নতুন কোনো প্রেমিকের হাত ধরে পালিয়েছে
তোমাকে মে বি রাগিয়ে দিলাম… !!
তারপর নিজের কথাই বলোনা, এখনও কি রাত জাগো আগের মত??
এখনও কি ভোর রাতে ছাদে এসে শিশিরের স্পর্শ নিয়ে ঘুমতে যাও??
নাকি বদলে গেছো, বদলে নিয়েছো নিজেকে এই জগত সংসারের ভিড়ে ??
আজ অনেক বকে দিয়েছি তোমায়, তাইনা??
“ হারিয়ে ফেলা স্মৃতির টানে
আজো তোমায় নিয়ে লিখি গান আর কবিতা ;
চোখের পানি ফুরিয়ে গেলেও
মন আমার কেঁদে যায় রাত-দুপুর পুরোটা ”
ক্ষমা করে দিও …
ভাল থেকো ভাল রেখো সবসময়…
ইতি
বিবর্ণ
[রাসেল হোসেন,০৬/০৮/১৩]
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মন খারাপ কেন??
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
চিঠিটা পড়ে ! ......
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার ও মন খারাপ ছিল চিঠিটা লিখার সময়
ভালো থাকুন
শুভকামনা
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনন্য !
বেশ আবেগী একটা চিঠি উপহার দিয়েছেন !
আমারো লিখতে ইচ্ছে করে , কিন্তু লিখিনা !
শুভেচ্ছা রাসেল ভাই !
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
সময় করে লিখে নিয়েন আপনার চিঠির অপেক্ষায় থাকলাম
ভালো থাকুন
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া
আপনার কমেন্টে আমার নটিফিকেশন আসে না ক্যান???
প্রথম থেকেই এই প্রবলেম ছিল। বুঝলাম না
সামু মামা কি খালী আপনার নটি অফফ করে দিল
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে রাসেল ||
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
শুভকামনা
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
মোঃ ইসহাক খান বলেছেন: আগে পড়া ছিল।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইলো।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ধন্যবাদ বন্ধু
৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন!
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
অদৃশ্য বলেছেন:
চমৎকার চিঠি... খুব ভালো লাগলো রাসেল...
শুভকামনা...
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভ কামনা
৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: "আচ্ছা , তোমার বিড়াল ছানাটি নিশ্চয় এতদিনে কাছের সঙ্গীটা কে বিয়ে করে সংসার করছে ??
নাকি এটাও তোমার মত তার জনম জনম সঙ্গীটিকে ছেড়ে নতুন কোনো প্রেমিকের হাত ধরে পালিয়েছে"
ভালো ভালো।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে স্বাগতম
আপনার ভালো লাগছে শুনে পুলকিত হইলাম
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
অপ্রচলিত বলেছেন:
মনের অনুভূতিগুলো নাকি কল্পনার তুলির আঁচড়?
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কিছুটা অনুভূতি
কিছুটা কল্পনার আঁচড়
কিছুটা অপেক্ষা
কেটে গেল কয়েকটি বছর
অনেক ধন্যবাদ ভাই ভালো থাকুন
শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: