নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু পরমাণু কাব্য :P :P :P

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

১. জুই না চামিলি? না না আমি বেলি।





২. বিষাদের মায়া নয়নের জলে তোমার ছায়া।





৩. রোদ্দুর দিন তুমি মেঘে ডাকা আকাশ আমি।





৪. ঝুমুর পায়ে ঘুঙুর নাচে এই দেখে নূপুর হাসে।





৫. দৃষ্টি সবে গেছে চলে তোমায় আর দেখেবেনা বলে।





৬. সূচনাকে বলে ছিলাম শেষকথা পর্যন্ত অপেক্ষা করতে।





৭. চিল ধরছে মুরগীর বাচ্চা রাজনীতি খাচ্ছে বাংলাদেশটা ।





৮. একদা আমার চোখের তারার সাথে অশ্রুর সাক্ষাৎ থেমে যাবে ।





৯. তুমি প্রত্যাশিত আমি অপ্রত্যাশিত।





১০. মিষ্টি বেশি না খেলে আমলকী দিওনা ফেলে (মেয়ে জাতির জন্য)।





১১. তেতুল খুব বেশি টক হলে জলপাই নিলেই চলে (ছেলে জাতির জন্য)।



১২.কানে বাজে তোমার সুর জানেনা কেহ কি যে মধুর ।



১৩. আমি হৃদরোগী ভালবাসা নয় কষ্ট আমার সঙ্গী।



১৪. তুমি কর্তব্য আমি অধিকার



[রাসেল হোসেন]

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
৬,৮ ভাল্লাগসে ॥

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

শুভ সকাল :)

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

মশিকুর বলেছেন:
চমৎকার!!

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই :)

শুভ সকাল

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: ৫ ভালো লেগেছে।
+++++

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে দেখে অনেক ভালো লাগছে আমার পোস্টে

অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ।

সময় পেলে আসবেন

শুভ সকাল

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

মায়াবী ছায়া বলেছেন: পরমানু কাব্যে অনেক ভাল লাগা ।
ভাল থাকুন ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

তরিকুল ইসলা১২৩ বলেছেন: অণুকাব্য থেকে পরমাণু কাব্য...
কবে যেন দেখব ইলেকট্রন কাব্য, প্রোটন কাব্য, নিউট্রন কাব্য..... :P

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: =p~ =p~ =p~ =p~ B-) B-) B-)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

অদৃশ্য বলেছেন:





বেশতো...


শুভকামনা...

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

এহসান সাবির বলেছেন: বাহ্.....!

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

মোঃ ইসহাক খান বলেছেন: পরমাণু কাব্য মন্দ নয়। তবে এগুলোর চেয়ে সিঙ্গেল কবিতাগুলোকেই এগিয়ে রাখবো।

১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: =p~ ধন্যবাদ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.