নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাওয়া বার্তা

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

আমি কিন্তু চরের মানুষ ,চরেই আমার বাড়ি

প্রকৃতির সাথে ছিল প্রেম,স্মৃতিতে সারি সারি

মানুষের মত মানুষ হবো তাই শহরের পানে আশা

যান্ত্রিক এই সভ্যতায় এসে ভুলেছি ভালবাসা।





ভুলেছি আরও মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা

বাবার বয়সী মুরুব্বী হলেও নেই কোন পাত্তা

অযথা কত পকেট খরচ হয়ে যায় এখানে ওখানে

ভিখারিকে যেন একটি টাকা দিতে লাগে, হৃদয় যেখানে।



ব্যবহারে মাধুর্য কমছে দিন দিন, খেয়াল করিনিতো আগে

হঠাৎ কাল মনে পড়ে গেল মুজুরকে চেঁচিয়ে বলাতে

মিথ্যে কথা ছুড়ছি আমি যখন যে কটা লাগে

এ সভ্যতার উন্নতি করতে হলে মিথ্যে ছাড়তে হবে আগে।



কত অনিয়মে চলছি আমি কেউ না কিছু বলে

প্রকৃতির হলেই একটু, আহা কত কথাই না শুনে,

সব মানুষে ভাই ভাই ছিলাম নাই কোন ভেদাভেদ

রক্ত মাংসের একই শরীরের চরিত্রে কেন এত ছেদ?



একই ধর্মে এত গুষ্ঠি এত দল, কেন এত অভিনয়

মানুষের মত মানুষ হলে সততাই হোক পরিচয়

নাইকো রাজা নাইকো প্রজা সব গণতন্ত্রের ছায়াতল

বড়াই করে কি লাভ হবে, আজ আপনতো কাল পর।



মসজিদেই হোক বা মন্দিরই হোক রেখ ধর্মে বিশ্বাস

সৃষ্টিকর্তা বিমুখ হলে পাবেনা বেচে থাকার আশ্বাস

অযথা কেন অসৎ কাজে লিপ্ত থাকে মন

চরিত্র মানুষ, মানুষই চরিত্র , চরিত্রই বড় ধন।



আজ আছিতো কাল নেই, পৃথিবীর মায়ার কেন এত টান

ছোট খাটো কত বিষয় নিয়ে করছি মান অভিমান

হারিয়ে যাব একদিন আমি তুমি, পূর্ণ করে যাব ধন

কি লাভ হবে মৃত্যুর পড়ে শুয়ে থাকবো কবরে আজীবন।



[রাসেল হোসেন]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম
আশা করি মাঝে মাঝে আসবেন

শুভ কামনা

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো।

১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) খুশি হলাম দোস্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.