নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠দোলখেলা জলরাশি♠

১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

উত্তাল ঢেউয়ে দরিয়ার হিংস্র জলরাশি

প্রতি চক্রে আমি পিছিয়ে গেছি।

জোয়ারের হাওয়া লাগে আমায় দেখলে,

সম্মুখে আছে বিশাল সুনীল সাগরের লোনা পানি

পশ্চাৎ দিকে এক মিটার শুষ্ক ভূমি তারপর

একটি পরিত্যক্ত মিঠা পানির নর্দমা।

বিশুদ্ধ হওয়ার ইচ্ছে নাই একযুগ থেকে

নির্মল জল থেকে যাই ক্রমে পিছে

অক্ষির নোনা জলে সাগর কী আর খোঁজে পাবে?

নর্দমার মিঠা পানি স্পর্শ পেলেই তীব্রতা বুঝবে

এ কোন কালের অশ্রু, কবে তার জন্ম কোন আষাঢ়ে?



সাধারণের নিকট আর কত ঋণী হই

এ হৃদয়ের জলরাশি দোলখেলে সই

চেয়েছিলাম আষাঢ়ের দুঃখ শ্রাবণে বিলাতে

প্রবল বর্ষণে ফাকে ঝরে পড়া শিলাতে।



না হবেনা,জেনে গেছি আমি

পাথরের গায়ে নখে আঁচর কাটা।



এবার আমি থামবো নীলগিরি,সাদা মেঘে ঢাকা বৃক্ষের

সাথে পত্র মিতালী দেখে অগণিত শালিক বলবে

ধৈর্য ধর হে, সমুদ্র সৈকতে বালুচরে মিশে ফেলে এসো

সব একঘেয়ামি রুক্ষ দিন গুলোর স্যাঁতসেঁতে ব্যথা,

আমি লোনা জলে করি ভয়, নোনা জলে মোর ক্ষয়

তুমি বোঝনি বলে সুখের স্মৃতিরা পালিয়ে যাবে বোধ হয়।



[রাসেল হসেন, ০৮/১১/১৩]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: আমি লোনা জলে করি ভয়, নোনা জলে মোর ক্ষয়
তুমি বোঝনি বলে সুখের স্মৃতিরা পালিয়ে যাবে বোধ হয়।
+++++++++++++++++++++++++++++++++

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্লাসের জন্য কৃতজ্ঞ।

শুভ কামনা।

শুভ সকাল

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: -----
আমি লোনা জলে করি ভয়, নোনা জলে মোর ক্ষয়
তুমি বোঝনি বলে সুখের স্মৃতিরা পালিয়ে যাবে বোধ হয়।
----
সুন্দর

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

শুভ কামনা

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকবেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

মায়াবী ছায়া বলেছেন: ''আমি লোনা জলে করি ভয়, নোনা জলে মোর ক্ষয়
তুমি বোঝনি বলে সুখের স্মৃতিরা পালিয়ে যাবে বোধ হয়''
............খুব সুন্দর ।।
ভাল থাকুন ।।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ :)

ভালো থাকুন

শুভ সকাল

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.