নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৯

শিকল ভেঙ্গে দাও

আমি গড়ে দেব রাজ্য

তোমাদের স্বপ্নের ভূমির কাঙ্ক্ষিত বাস্তবায়ন।



একা নই হাজারো বন্ধী কয়েদি আছে পিছে

শুধু একবার সুযোগ দিয়ে দেখ আমার কথা নয়তো মিছে

সহস্র কান্ডারি রয়েছে পরে

গণতন্ত্রের উতপ্ত উঠানে কে কার খোঁজ করে।



জবাব দাও আমায়,কবে হবে মুক্তি

স্বাধীনতার কত বছর পরে,

আর কত থাকবো অধীনে পরাশক্তি

বাংলার মানুষ একা একশ হতে যেও না,পারবেনা,

একশ জনে এক হও তবু দুই একজনের মনগড়া দেশ মানবনা।



যুক্তি দিবেনা আর গায়ে লাগে খুব

দেশ দ্রোহীদের বেঁধে কর থুব

ডাকটিকেটে বিতাড়িত কর পরবাসে

বাংলা মায়ের উন্নতি আসবে অনায়াসে।



ছোট চোরদের মেরে কি হবে

হাত কর ওদের মুখোশ পরা বড় চোর দেখিয়ে দিবে।

স্বপ্ন আর কল্পনা করার দিন ফুরিয়েছে

মাঠে নাম সবে

আমার মায়ের মুক্তি মিলিবে তবে।





[রাসেল হোসেন, ১৫/১১/১৩]

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:

কবিতার প্রকাশে বেশ অসন্তুষ্টি প্রকাশ পেল...অনুভবটা ভালো ।
এমন করেই প্রতবাদ চলুক ।।
শুভকামনা রইল , রাসেল ।।

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে


ব্যস্ত থাকুন তবে
ভালো থাকুন :)

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কিছু সত্য উপলব্ধি কিছু অসন্তুষ্টি আর কিছুটা আবেগ ।আর প্রকাশটাও ভালই হয়েছে। :)

শুভকামনা থাকলো। :)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার এত সুন্দর একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা

ভালো থাকুন :)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো ||

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মুন ভাই কে আজ ধন্যবাদ দিবনা :D

ভালো থাকুন ভাইয়া

পুলকিত হইলাম

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: জবাব দাও আমায়,কবে হবে মুক্তি
স্বাধীনতার কত বছর পরে,
আর কত থাকবো অধীনে পরাশক্তি
বাংলার মানুষ একা একশ হতে যেও না,পারবেনা,
একশ জনে এক হও তবু দুই একজনের মনগড়া দেশ মানবনা।++++++++

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: এক গুচ্ছ প্লাস পেলাম :)

অনেক ধন্যবাদ

শুভাকামনা

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

হৃদয় রিয়াজ বলেছেন: "যুক্তি দিবেনা আর গায়ে লাগে খুব
দেশ দ্রোহীদের বেঁধে কর থুব
ডাকটিকেটে বিতাড়িত কর পরবাসে
বাংলা মায়ের উন্নতি আসবে অনায়াসে।"

দারুণ ছিল। কেমন একটা বিদ্রোহী ভাব আছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

B-) B-)

শুভ কামনা। মাঝে মাঝে আসবেন সময় পেলে

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন:




লিখাটি চমৎকার হয়েছে রাসেল... আমাদের অনুভূতি তীব্র হোক...

শুভকামনা...

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আসলে আর কতদিন এমন চলবে

ভালো থাকুন

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: শক্তিশালী প্রকাশ।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) একটু বিদ্রোহী ভাব নিলাম বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.