নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন ( কাণ্ডারি অথর্ব ভাই) [সেই সাথে পঞ্চাশতম পোস্ট] :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

সেই কবেইতো জন্মেছিলে

জীবনের পিছু পিছু হাঁটছিলে

হঠাৎ করে থামলে কেন আজ

সময় নিয়েই উপেক্ষায় রেখে সব কাজ।



পুরনো সব কষ্টের সৃতি ভুলে

নতুন দিনের আলোর উজ্জলতা নিয়ে

আবারও হাসবে তুমি

বেস্ত হবে জানি

স্বপ্ন বোনার অঙ্গিকার শুনি

আজকে তোমার জন্মদিন

ভুলে গেছো বুজি ?



আর কতোকাল স্বপ্ন ভাঙ্গবে

আর কতোকাল রং বদলাবে

এখনোকি সময় আসেনি

জাগ্রত হওয়ার

ওগো আজ জন্মদিন তোমার ।।



রাত বারটায় পার্টি হবে

বন্ধুরা সব বায়না ধরবে

সকালটা খুব মিষ্টি হবে

প্রিয় মানুষটা তোমার

কানে কানে বলবে

শুভ জন্মদিন তোমার ।।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে উৎসর্গ করলামঃ


শহরের শ্যাওলা জমা প্রাচীরগুলোতে এখন আর সুখ খুঁজে ফেরা হয়না
লেকের পানিতে ফেলে রাখা সিগারেটেরে ফিল্টার, ক্যান আর কনডম;
আমার আজ আর সুখ খুঁজে ফেরা হয়ে ওঠেনা।
বাদাম খাওয়া দুপুরের কড়া রোদ ভেজা পার্কের বেঞ্চটি আজও তেমনই আছে,
উদোম শরীরের কনো বালিকার হাতে করে গোলাপগুচ্ছ ফেরি করা আজও আছে,
তবু আমার আজ আর সেখানেও সুখ খুঁজে ফেরা হয়না।
ওড়নার অবাধ্যতাকে শাসন করতে দিয়ে কতবার উদাস তাকিয়ে থেকেছি;
খুঁজে ফিরেছি ঘাসের কোমলতার মতই বুঝি তোমার মন,
তোমার মনে আজ শীত পোহায় পিপীলিকার দল,
তাই আমার আজ আর সুখ খুঁজে ফেরা হয়ে ওঠেনা।
আমি সুখ খুঁজে ফিরি নীরবে মাথা গুজে দিয়ে অন্ধকারে-
জেগে থাকা তারাদের মিছিলের ভিড়ে।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) :) অনেক ধন্যবাদ ভাই

খুব সুন্দর

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: শুভ জন্মদিন কাণ্ডারি ভাই

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুভ জন্মদিন কাণ্ডারি ভাই :)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

বেকার সব ০০৭ বলেছেন: আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) ধন্যবাদ এবং স্বাগতম

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

ব্লকড বলেছেন: শুভ জন্মদিন কাণ্ডারি

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) blocked :D

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বেকার সব ০০৭ ভাই ধন্যবাদ অসংখ্য এবং সেই সাথে ৫০ তম পোস্টের জন্য রাসেল ভাইয়ের প্রতি শুভকামনা রাশি রাশি।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) ধন্যবাদ

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


@ ব্লকড ধন্যবাদ কিন্তু আপনি ব্লকড কেন ? কি হয়েছে ভাই ?

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার ও ভাই একই প্রশ্ন

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

বেকার সব ০০৭ বলেছেন: আজ জন্মদিন তোমার ( শাফিন আহমেদ)

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

http://www.youtube.com/watch?v=OvcXypDhH_w

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার খুব পছন্দের গান :)

৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বেকার সব ০০৭ আরে ভাই ভালো জিনিস দিছেন এই গানটা আমার খুব পছন্দের একটি গান।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :)

৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

অদৃশ্য বলেছেন:






বাহ্‌... লিখাটি খুব সুন্দর হয়েছে রাসেল...

কান্ডারি ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানালাম, পাঠিয়ে দিয়েন...

শুভকামনা...

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই পাঠিয়ে দিছি

১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আরে আপনি আমার ব্লগে মন্তব্য করছেন

কেমনে কি ??

খুব খুশি হলাম আপনাকে দেখে

টাইম পাইলে আইসেন মাঝে মাঝে গপ্প করবো আপু :p

১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় অদৃশ্য শুভেচ্ছা বুঝে পেলাম। কবিতাটা আসলেই সুন্দর হইছে।


শায়মা আপু কিন্তু আমার গিফট ?

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জী ভাই, গিফট কই আপু?? তবে শায়মা আমার ব্লগে আসছেন আমি ধন্য :D

১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: রাত বারটায় পার্টি হবে
বন্ধুরা সব বায়না ধরবে
সকালটা খুব মিষ্টি হবে
প্রিয় মানুষটা তোমার
কানে কানে বলবে
শুভ জন্মদিন তোমার ।।

বাহ !

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) ভালো আছেন নিশ্চয় অভি ভাই??

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শ।মসীর বলেছেন: শুভ জন্মদিন কাণ্ডারি :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) স্বাগতম আমার বল্গে

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ জন্মদিন কাণ্ডারি ভাই !:#P !:#P !:#P !:#P


৫০ তম পোষ্টে শুভেচ্ছা !!!

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: জন্মদিনের কবিতা সুন্দর হৈছে!


শুভ জন্মদিন কান্ডারি ভাই!

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: nice cake :)

মামুন ভাইকে শুভ কামনা

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@ স্বপ্নবাজ অভি আমার গিফট কই ? X(


@ শ।মসীর ভাই আপনার দোয়া সবসময় আমার জন্য পাথেও হয়ে থাকবে।

@ স্নিগ্ধ শোভন ভ্রাতা তোদের কারণেই জীবনটাকে এখনও উপভোগ করা হয়।

@ মামুন রশিদ আমার কপালটাই খারাপ যে আপনার সাথে জন্মদিন উদযাপন করতে পারলাম না। অবশ্য আপনি সিলেট না থাকলে হয়ত সম্ভব হতো।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আহারে ভাই :(

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা।

কবিতাটাও বেশ হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

পুলকিত হইলাম

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মোঃ ইসহাক খান আমার প্রিয় লেখকের কাজ থেকে শুভেচ্ছা পেয়ে ভীষণ ভালো লাগছে।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) আমার খুব কাছের বন্ধু দেখতে হবে ভাই

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন কাণ্ডারি ভাই.....!!!

কবিতায় ভালোলাগা...!!

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে স্বাগতম :)

ভালো থাকুন

২০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ @ এহসান সাবির ভাই এবং রাসেল ভাইয়ের ৫০ তম পোস্টে শুভ কামনা রইল।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধইন্না ভাই :)

২১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন কান্ডারি .........। :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

আমার ব্লগে স্বাগতম

২২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



@ মনিরা সুলতানা আপু ভাবছিলাম ইলিশ মাছ ভাজি করে খাওয়াবেন কিন্তু সেই আশা পূরণ হলোনা। আপনার একমাত্র ছোট ভাইটার এই জন্মদিনে এমন করতে পারলেন। :(

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই আমিও খাবো আপনার সাথে :)

নিয়া যাইয়েন আমারে :( :(

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:




কবিতা অসাধারণ।

আর ভান্ডারী থুক্কু কান্ডারীকে শুভেচ্ছা জানিয়েছি বাস্তবে :)

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) :)

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: কান্ডারি ।।
লিস্ট বানা ভাই ...
অবশ্যই খাওয়াবো ... :)

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তাই নাকি??? আমি ও আছি

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@ আমিনুর রহমান ভাই কেকটা কিন্তু ভীষণ মজার ছিলো। ;)


@ মনিরা সুলতানা আপা এইত বিপদে ফেলে দিলি। লিস্ট করতে বলেছিস এখন কিছুই মাথায় আসছেনা।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই আমি আছি কিন্তু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.