নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠অবিশ্বাস♠♠

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

দেখলে নীল কতো প্রতারণা

আমি সহ্য করেছি

আজ কেন আমি পারছি নাহ

একটি মুহূর্তও আজ তোমায় মনে পরছে না।



জানো নীল

যেদিন আমার বিশ্বাস ভেঙ্গেছিলে

আমার হৃদয়ে বজ্রপাতের ধ্বনি আজো আমায়

হাপিয়ে তুলে ;



দেখেছিলে তুমি আমি পাষাণ আমি তপ্ত অগ্নিশিখার মতো

রেগে তোমায় একা রেখে প্রস্থান করেছিলাম।

আমি ছিলাম নির্ভীক আর নির্যাতিত এক প্রেমিক

শর্ত গুলো তোমার পূর্ণ করা পর

আমি একাগ্রচিত্তে দর্শন করতাম

কখন তোমার মুখে লুকনো হাসি দেখবো

কখন তোমার আঁখি জলে আমার নিজের ছবি দেখবো।



জানো নীল

শর্ত দিয়ে মানুষ যাচাই করা যায়

ভালবাসা যায়না ;

আজ ভুল করেও মনে পরে না তোমায় এ হৃদয় আঙ্গিনায়

যেখানে একসময় তোমার রাজত্ব ছিল

যেখানে তোমার প্রতিটি কম্পনের ধ্বনি শুনতাম

তোমার কাজল মাখা আঁখির স্বপ্ন জন্ম নিতো।



আজ দেখো আমি পালটে গেছি অনেক বার ভেঙ্গেছি নিজেকে

চোখ আর মনের দৃষ্টির ত্রি সীমানায় নেই তুমি ;

প্রতারণার পোড়া ইটে চাপা দিয়ে ভেঙ্গেছ আমায়

আমি হারিয়ে ফেলেছি নিজেকে

হারিয়ে ফেলেছি ইউরেনিয়ামের মতো দুষ্প্রাপো

এক পাষাণীর ভালবাসাকে;



জানো নীল

এখন আমার বক্ষপৃষ্টের দুই মিলি এম্পিয়ার ইলেক্ট্রিক সকের

চিনচিনে বেথা হারিয়ে গেছে

দামী সিগারেটের একটি দুটি টানে উড়িয়ে দিয়েছি

আমার রুমের বেলকুনিতে।



[রাসেল হোসেন]

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: বিষাদ ! বিষাদ ! বিষাদ !
ভালো লাগলো বেশ !

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :( :( :(

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

মি. হুমায়ুন কবির বলেছেন: Darun !

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে স্বাগতম

শুভ কামনা

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: তেমন ভালো লাগলো না।

দেখো নীল, জানো নীল এই কথাগুলা কবিতায় বেমানান লাগছে

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হা ভাই এটা আমার অনেক আগে লেখা একটা কবিতা একদম প্রথম দিকের :)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: ইঞ্জিনিয়ার কবিতা লিখতে এলেও সার্কিট, টারবাইন, মোটর, গিয়ার, মিলি অ্যাম্পিয়ার এসব ছাড়তে পারে না দেখছি!

কবিতায় শুভেচ্ছা রইলো।


২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: B-) B-) B-) B-) B-) বুঝতে হবে
Trust me, I am an .75Engineer :)

ধন্যবাদ বন্ধুকে।

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

মায়াবী ছায়া বলেছেন: নীল কে বলি গোলাপ হয়ে ফিরে এস কবির কাছে .........
শুভকামনা ।।

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: নীল বলে কেউ নেইতো যে ফিরে আসবে :)

ভালো থাকুন...
আর আমি কিনতু কবিতা

আমি কবিতা পছন্দও করিনা আমি এমনি লিখি
কবি হওার জন্যও না কারো জন্যও না আমার নিজের জন্য লিখি
আমাকে কবি না বললে খুশি হব :) :)

TRUST ME I AM AN 75% ENGINEER NOW :D

ভালো থাকুন সবসময় :)

নিয়মিত আমার লেখা পড়ার জন্য কৃতজ্ঞতা

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস হৈসে ||

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: পড়লাম।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কৃতজ্ঞতা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.