নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রকবি

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

আমি লিখতে পারিনা কবিতা

সইতে পারিনা অপমান অবহেলা

ভুলতে পারিনা নিজ চোখে দেখা অপরাধ সারাবেলা

ভাসতে পারিনা সুখের নৌকায় বইঠা ছাড়া কলাগাছের ভেলায়

চাঁদ তারা আর জোনাকিরা আমায় দেখলে ছন্দ বোলায়

আমি পারিনা মনে রাখতে, ভুলে যাই সব যন্ত্রের মত স্মৃতি শূন্য



আমি পারিনা নজরুলের কবিতার মত বিদ্রোহী হতে

পারিনা রবি ঠাকুরের কবিতার প্রেমিক হতে

নাই,কোন সুখ নাই আমার জীবনানন্দ দাশের মত প্রকৃতির সাথে

আমি শূন্য ,বোধ শূন্য হৃদয় শূন্য করুণা ভীতি দ্বিপদী যন্ত্র;

ডাইরি নেই,কবিতার খাতা নেই একটি সাহেবি কলমও নেই

আছে কীবোর্ড আর একটি মনিটর;শরীরের বাহিরে এগুলোই

আমার নিজস্ব হৃদপিণ্ডের বাহিরে অন্য হৃদযন্ত্র,কবিতার সূচনা লগ্ন

অন্য আমার জন্ম শুধু তোমার জন্য, যন্ত্রকবি নেই প্রেম আছে অসঙ্গতি।



[রাসেল হোসেন, ১২/১১/১৩]

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মায়াবী ছায়া বলেছেন: আমরা মানুষ গুলি যন্ত্র হয়ে চলছি,,,,,,,,
কবিতায় ভাল লাগা।
ভাল থাকুন ।।

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি ঠিক বলেছেন

ভালো থাকুন সব সময় :)

২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা অনেক কিছুই পারিনা , আবার অনেক কিছু পারি !

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জী ভাই আমরা আসলে এমন কিছু লিখতে পারি জা বলতে পারিনা।

ভালো থাকুন সবসময়

শুভেছা অভি ভাই কে

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

মাহমুদ০০৭ বলেছেন:
নাই,কোন সুখ নাই আমার জীবনানন্দ দাশের মত প্রকৃতির সাথে
আমি শূন্য ,বোধ শূন্য হৃদয় শূন্য করুণা ভীতি দ্বিপদী যন্ত্র;
ডাইরি নেই,কবিতার খাতা নেই একটি সাহেবি কলমও নেই
আছে কীবোর্ড আর একটি মনিটর;শরীরের বাহিরে এগুলোই
আমার নিজস্ব হৃদপিণ্ডের বাহিরে অন্য হৃদযন্ত্র,কবিতার সূচনা লগ্ন
অন্য আমার জন্ম শুধু তোমার জন্য, যন্ত্রকবি নেই প্রেম আছে অসঙ্গতি।


এই অংশটা ভাল লাগল ।

ভাল থাকুন ।

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।
আমার ব্লগে স্বাগতম

মাঝে মাঝে আসবেন কথা হবে

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:




আমি শূন্য ,বোধ শূন্য হৃদয় শূন্য করুণা ভীতি দ্বিপদী যন্ত্র;
ডাইরি নেই,কবিতার খাতা নেই একটি সাহেবি কলমও নেই
আছে কীবোর্ড আর একটি মনিটর;শরীরের বাহিরে এগুলোই
আমার নিজস্ব হৃদপিণ্ডের বাহিরে অন্য হৃদযন্ত্র,কবিতার সূচনা লগ্ন
অন্য আমার জন্ম শুধু তোমার জন্য, যন্ত্রকবি নেই প্রেম আছে অসঙ্গতি।


দুর্দান্ত!!!

++++

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই :)

ভালো থাকুন

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আছে কীবোর্ড আর একটি মনিটর :)

কথাটা আমার বেলায় সত্য :)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

শুভ সকাল

ভালো আছেন নিশ্চয়??

শুভ কামনা

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো আছি। আপনার কি খবর? আপনাকে নিয়ে আপনার বন্ধুর এই লেখা পড়ার পর আপনার কবিতা পড়ার ইচ্ছে ছিল............

যাক অবশেষে আপনার কবিতা পড়া হল :)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হাঁ আমি ভালো আছি আসলে আমার বন্ধুই আমাকে জোড় করে ব্লগে আনছে
আমি কবিতা গল্প সাহিত্য পছন্দ করিনা মোটেই।

তাই বই তই পড়া হয়না।

কিন্তু একদিন হঠাত করে ১টা কবিতা লিখলাম তার পর থেকে নিয়মত হই আর আমার সাহিত্য প্রেমি বন্ধুকে দেখাই

ও কত সমালোচনা করলো বলল অনেক বই পড়তে আমার মুটেই ইচ্ছে জাগেনা।

তবে এখন পড়ি ব্লগে গল্প কবিতা কিন্তু হার্ড কপি পরতে ভালো লাগেনা।

তারপর হঠাৎ একদিন ওর বাসায় যাই ও আমাকে আইডি কুলে দেয়
এখন আমি একজন নতুন জেনালের ব্লগার সামুর

আমি জানি আমার কবিতা সুন্দর হয়না কিন্তু তবুও যতটুকু সুন্দর তার পুরুতার জন্য দায়ি আমার বন্ধু ইসহাক।

আমার যদি একটাও সুন্দর কবিতা থেকে থাকে আমি তাকে উৎসর্গ করি :)

শুভ কামনা

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে..........!!!

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

ভালো থাকুন

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

অদৃশ্য বলেছেন:





লিখাটি খুব ভালো লাগলো আমার রাসেল...


শুভকামনা...

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

ভালো থাকুন

৯| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: শেষের কয়েকটা লাইন বেশ লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বন্ধুকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.