নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

আরও কিছু অণুকাব্য্‌......... :) :)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

১।

-এই শোনছ

-কে?

-আমি , নাম্বার ভুলে গেছো?

-তো?

-না মানে এটা আমার ঊনপঞ্চাশতম কল

-তো,তাতে কি?

-সত্যি চেক কর

(লাইনটা কেটে গেল)

-দুঃখিত আপনার ডায়ালক্রিত নাম্বারটি এই মুহূর্তে গভীর ঘুমে স্বপ্ন দেখছে .....



(২৫/১।০/১৩)



২.



আমি আজ প্রবাল দ্বিপে হারাবনা

যাবনা ঘরেরও বাহিরে

অযত্নে হারাবেনা সখী তোমারি স্মৃতি

এক ফোঁটাও যে মনে নাহিরে



(২৬/১০/১৩)



৩.



শঙ্খ চিল অথবা ডাহুকের বেশে দেবদারু গাছে

অপেক্ষায় থেক আমার আশায়

ভালবাসা দেখিয়ে দিব তোমায়

আমার চিলেকোঠায় সদ্য তৈরি কবুতরের বাসায়



(২৭/১০/১৩)



৪.



যার হৃদয়ে করুনা তৈরি করতে পারিনি

তার মনে ভালবাসার মত শীতল আবেগ জন্ম নিবে কি করে?

তাও যদি অধমের তরে

দেখেছিতো অনেক আগে অংক করে ।



(২৮/১০/১৩)





৫.



জানিনা তোমার জন্য কি এনেছি

কখনো আসবেনা জেনে

গ্যাস বেলুনে ভালবাসা উড়িয়ে দিয়েছি।



(২৮/১০/১৩)



৬.



উপেক্ষা করে প্রিয়জনের মনে

অনুভূতি তৈরি করা যায়

মায়া বা দুর্বলতা দেখিয়ে

উপেক্ষাকে বদলানো যায়না ।



(২৮/১০/১৩)



৭.



-চল ছবি আঁকি

-কিসের ছবি?

-চোখ বুজে যা দেখি

-কিছুই দেখছিনা

-আমি দেখছি

-কি?

-চোখ খুলে দেখ এঁকেছি

-এ তো আমার ছবি,কিন্তু চোখ বুজা কেন?

-আমিতো চোখ বুজিনি ,যা দেখেছি তা এঁকেছি

-আমাকে ঠকালে কেন?

-তুমি হারতে চেয়েছ তাই

- ও তাহলে এবার তুমি চোখ বুজ,আমি আঁকি

.

.

.

-ড্রয়িং পেপার আছে,তুলি আছে,শুধু তুমি আর তোমার ছবিটা খোঁজে পেলাম না



(০১/১১/১৩)



৮.



এসএমএস দিয়েছিলে নিঝুম রাতে

ঘুমিয়ে ছিলাম নাক ডেকে

শিশির ভেজা সকালে দেখি

মোবাইল কেন কাঁদে?

সরি বস্‌ নিদ্রিত ছিলাম কাল রাতে



(০২/১১/১৩)



৯.



কাছেএসেবল যাই যাই

দূরে থেকে বল গুড বাই

আমার জন্য তোমার সময় নাই

একা একা গান গাই

প্রেম করবনা ধুত ছাই।।



(০৩/১১/১৩)



১০.



হাঁটছে দেখ তোরা রাস্তা ধরে

জানিনা থামবে সে কোন বাড়ি

কড়া নজরে রেখেছি তোকে

বলনা তুমি কোন দেশী পরী



(০৩/১১/১৩)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১,৭,৮,৯ পড়ে মজা লাগলো

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) ধন্যবাদ ভাই

২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

মামুন রশিদ বলেছেন: জানিনা তোমার জন্য কি এনেছি
কখনো আসবেনা জেনে
গ্যাস বেলুনে ভালবাসা উড়িয়ে দিয়েছি।


সুন্দর! সবগুলো পড়েই মজা পেয়েছি ।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পুলকিত হইলাম মামুন ভাই

শুভ কামনা

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শৌভিক শেরনিয়াদ বলেছেন: B-)

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: দুই নম্বরটা ভালো লাগলো। কবিতা লেখালেখি চলতে থাক।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বন্ধুকে

ভালো আছিস??? :) আমার ২ তারিখ থেকে পরীক্ষা দোয়া করিস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.