নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠শান্তির সন্ধানে♠♠

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২

একদল ছুটে চলে এদিক ওদিক দিশেহারা হয়ে খুঁজে বেড়ায়

শান্তির দু’দণ্ড ছায়া পেয়ে নিজেকে মিলেয়ে দিবে নিরবিচ্ছিন্ন ভাবে;

নিঃসন্দেহে তাঁরা পাবেনা,পূর্বের স্মৃতির কিছু মনে এসে লুকিয়ে দিবে

সুখ নামের কলঙ্কিত বিষয় ,সব কিছুতেই বিরক্তির অশ্রু ধারণ করে

বলতে বাধ্য হয় এ কোন যুগে জন্মালাম হায় কোন নগরে যেথায়

মানুষ অযথাই চেঁচিয়ে উঠে অল্প স্বল্প ব্যাপারে হ-য-ব-র-ল তৈরি করে

নিজের কষ্টের বোঝা বইতে বইতে জীবন পার করে কোন এক যুগ্ম সংসারে।



এরা বেশিদিন টিকে না,হয় কবি হবে না হয় নিজেকে দেবতা বানিয়ে

সৃষ্টি করে কৌতূহল মানুষের মাঝে বিভিন্ন চরিত্রের এক স্পষ্ট কল্পনা জগত

অথবা বড় বড় সাহিত্যের জন্ম দিবে আবার কবে জানি হারিয়ে যাবে পর্যাপ্ত অন্ধকারে।



আমি পথে নামি অশান্তির খুঁজে মাঝে মাঝে পাই আবার কখনো শান্তির নিবিড়

ছায়ায় হারিয়ে যাই । আমি শান্তি পাই ভোরের আলো থেকে শুরু করে

রাত জাগা চাঁদের ডুব দেওয়ার সময় পর্যন্ত প্রকৃতির মালুম বেমালুম আচরণে,

অবস্থার পরিবর্তন করে তরল জলের বাষ্পের মাঝে,পাই ভোরের শিশিরে

অর্ধ ভেজা পদ্ম ফুলে,গাছ-গাছালির নির্বিঘ্নে অক্সিজেন পরিত্যাগের তন্ত্রে,

গোয়ালিনীর চোখ ফাঁকি দিয়ে গাভীর দুগ্ধ পানে বাছুরের আনন্দ উল্লাসে ,

বর্ষায় জড়ে পড়া কয়েকটি কদম ফুলের হিমেল নিঃশ্বাসে,

সদ্য গুলতি থেকে নিক্ষিপ্ত কনক্রিট থেকে হাফ ছেড়ে বাঁচা বকের ছানায়;

প্রিয়ার চোখে মুখে এক বুক অভিমানী নালিশ শুনে নাক ডেকে ঘুমাতে,

পাই পরলোক মায়ের ইনিয়ে বিনিয়ে রূপকথার গল্প বলার স্মৃতিতে ।



তবে আজ যাই,

যত সুখ আছে মনে কত আর বলি হায়

একদিন না হয় গল্প করে শোনাব তোমায়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

অদৃশ্য বলেছেন:





রাসেল


লিখাটি ভালো লেগেছে আমার...



শুভকামনা...

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা পড়তে এমনি ভালো লাগলো। বাট কবিতা হিসাবে কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

এটা কবিতা না গদ্য :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

মোঃ ইসহাক খান বলেছেন: বড় বড় চরণের গদ্য বেশ চমকপ্রদ।

নিয়মিত লিখছেন। শুভকামনা রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: এহ ফর্মালিটি :( :(

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

মোঃ ইসহাক খান বলেছেন: সরি, নিয়মিত লিখছিস। শুভেচ্ছা রইলো!!!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুভ কামনা দোস্ত এত দিন কই ছিলি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.