![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
শুভ্র মেঘের আকাশে চিঠি লিখে
বলি প্রেরকের নাম যেওনা ভুলে
তারাদের ভিড়ে তুমি চাঁদের কাছাকাছি থেকে
আমায় ইশারা করে মুচকি হেসো চুপিচুপি দেখে
নিঝুম রাতের রুপালি আঁধারে হিজল বনে
থাকবো শুধু আমারা দুজন এঁকে অপরের সনে
দূরে আরও দূরে মায়ার আবেশে পাখিদের নীড়ে
তোমারি ছোঁয়া পেলে যাবো ওগো সবি ভুলে
কতনা আশার পরে একবার দেখা দিলে
আজ পূর্ণিমা বলে।
কুয়াশার চাদর গায়ে শীত শীত অনুভবে
মধ্যরাতে বেলকুনিতে একলা হাঁটে কে?
বৃষ্টির গানে গানে নতুন কুঁড়িতে সুর আনে
দৃষ্টির অগোচরে শরৎ হেমন্তের পালাবদলে
বসন্তের ফুল ঝুড়িতে লুকিয়ে থাকে সে।
তবে আজ দেখা দিলে পূর্ণিমা বলে।
[রাসেল হোসেন, ২৪-১১-১৩]
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
আমার ব্লগে স্বাগতম
মাঝে মাঝে সময় পেলে আসবেন কথা হবে
শুভ রাত্রি
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
মায়াবী ছায়া বলেছেন: '''বৃষ্টির গানে গানে নতুন কুঁড়িতে সুর আনে
দৃষ্টির অগোচরে শরৎ হেমন্তের পালাবদলে
বসন্তের ফুল ঝুড়িতে লুকিয়ে থাকে সে
তবে আজ দেখা দিলে পূর্ণিমা বলে'''
....... খুবই সুন্দর
ভাল থাকুন সব সময় ।।
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া
কবিতার প্রতি আপনার বড়ই মায়া
আপনাকে দেখে ভালো লাগলো আমার পোস্টে
শুভ কামনা
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
মায়াবী ছায়া বলেছেন: হুম
কবিতা পড়তে বেশ ভাল লাগে আমার তাই যেখানে কবিতা পাই পড়া হয়ে যায়
কিন্তু লিখতে পারি না
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ব্যাপার না আমারও কবিতা অনেক ভালো লাগে
তবে লিখি উলটা পাল্টা ৬৯
সুন্দর হয় না
আপনিও লেখার চেষ্টা করেন
হয়ে যাবে আপ্নিত অনেক পড়েন তাই ভালো লিখতে পারবেন
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
হৃদয় রিয়াজ বলেছেন: "নিঝুম রাতের রুপালি আঁধারে হিজল বনে
থাকবো শুধু আমারা দুজন এঁকে অপরের সনে
দূরে আরও দূরে মায়ার আবেশে পাখিদের নীড়ে
তোমারি ছোঁয়া পেলে যাবো ওগো সবি ভুলে
কতনা আশার পরে একবার দেখা দিলে
আজ পূর্ণিমা বলে।"
দারুণ +++++
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ রিয়াজ ভাই
শুভ কামনা
৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর হইছে ।
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
ভালো থাকবেন
৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
বেকার সব ০০৭ বলেছেন: সুস্দর কবিতা, ভালো লাগলো পড়ে
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ হয়েছে।
ভাল লাগল।
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই
ভালো আছেন নিশ্চয়??
শুভ কামনা??
৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
মোঃ ইসহাক খান বলেছেন: কবিতায় সৃষ্ট পরিবেশটা খুব চমৎকার।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুশি হলাম তোর কাছে ভালো লাগছে শুনে
খারাপ লাগলে আরও খুশি হতাম কারণ তাহলে পরবর্তীতে আরও সুন্দর হইত
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে... ভালোলাগা জানিয়ে গেলাম...
শুভকামনা...
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা ভালো লাগছে খুব । শুভেচ্ছা ।