![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
সময়ের স্রোতে হারিয়ে যায়
তোমার স্মৃতির কল্পনা
অসময়ে এসে কেন বার বার
একে যাও গুনশুটির আল্পনা।
কেন মাঝে মাঝে দেখতে হয়
জলাভূমীতে সূর্যের তৈলচিত্র খুব সকালে
আবার কেন গূধোলি লগনে হারায় মন
ঘরমুখো পাখিদের ঝাকে।
রাত না হতেই কেন আমার রাস্তায়
সুমধুর সুরে ঝিঝিরা ডাকে
জোনাকী আর তারারা কেন
আমার বারান্দায় রাত জেগে থাকে।
দেবদারু বৃক্ষে বসে হলদে পাখিটি
প্রায়ই কাকে যেন খোঁজে
আমার লাপাত্তায় নিজের কষ্ট উড়িয়ে দিতে
হারিয়ে যায় আকাশের ভাজে।
শুধু তুমি নাই বলে সুখের
স্পর্শ নিতে ভয়ে মরি এখনো
আবার কবেকার মত হঠাত্
নির্বাসনে পরি অকারন বশত।
[রাসেল হোসেন,১৩/১০/১৩]
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দোস্ত তোর এমন কথা গুলা আমার খুব ভালো লাগে
দোয়া করিস
বন্ধুর জন্য শুভ কামনা
পরীক্ষা দিলাম আজ হিট-২
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
বোধহীন স্বপ্ন বলেছেন:
কবিতা পড়তে পড়তে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রায়
ভালো থাকুন
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
একজন আরমান বলেছেন:
বেশ !
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
শুভ কামনা
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: প্রকৃতির মাঝে হারিয়ে যাবার কবিতা ভালো লেগেছে ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুনে পুলকিত হলাম মামুন ভাই
ভালো থাকুন সবসময়
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: শেষের চেয়ে প্রথমদিকে বেশী ভাল লাগল।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ সুমন ভাই
চেষ্টা করবো পুরোটা ভালো করতে
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইল।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মোঃ ইসহাক খান বলেছেন: নিয়মিত লিখে যাবার ব্যাপারটা খুব ভালো। অন্য কাজকর্ম ঠিক রেখে সবসময় লিখে যাওয়া খুব প্রশংসনীয়।
সুস্থ সুন্দর পরিচ্ছন্ন কবিতা লেখা চলতে থাকুক।