নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

অমর স্বাধীনতা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বাংলার মানুষ এখনো ঘুমিয়ে আছে

ক্যালেন্ডারে চেয়ে দেখি ডিসেম্বর এসেছে

ত্রিশে নবেম্বরের রক্তক্ষয়ী গোধূলি মনে এঁকেছে,কাল ডিসেম্বর

আমার মায়ের বিজয়ের দিন ত্রিশ লাখ শহীদের স্বপ্নের দিন,

ধর্ষিত নারীদের মুক্তির দিন নিরীহ মানুষের জীবন হবে রঙিন

পতাকা শোভিত মিছিলের দিন হানাদারদের আত্মসমর্পণের দিন

শুঁকুনের মানুষ খাওয়ার শেষদিন তাজা রক্ত আর হবেনা রাজপথের সঙ্গিন

তোমারা কি ভুলে গেছ বুঝি?



স্বাধীনতা।

জাগ্রত জনতা,কোথায় তোমারা? ভুলে যেও না।

স্বাধীনতা।



শুকনো পাতারাও প্রাণ পেয়েছে আজ স্মৃতিতে রয়েছে ৭১ এর ৯ মাস

অজস্র লাশের বধ্য ভূমি আমার দেশ, প্রিয় বাংলাদেশ

অতীত মোদের সুখকর নয়,৫২, ৬৯,৭১ সব করেছি জয়

অন্যায় অবিচার দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি বলি আর নয় আর নয়

রক্তাক্ত প্রান্তরে মোরা করিনা ভয়,৭১ শহীদেরা আমাদের কয়

যুদ্ধ কর আরও একবার দেশ গঠনে লও হাতিয়ার

কর প্রতিজ্ঞা টুটে নাও সৎ মানুষের পথ,আমার মায়ের পথ

পরিবর্তনের ছোঁয়ায় উন্নতির সোপানে, একদা মনে প্রাণে বলেছিলে

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।



কতকাল আর থাকবো হায় অন্যায়ের পথে দিওনাকো সায়

লাল সবুজের পতপত ধ্বনি একটি বার যদি মনোযোগে শুনি

আমার দেশের অমর কাহিনী চারদিকে স্বাধীনতার জয়ধ্বনি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
সমসাময়িক কবিতায় ভালো লাগা রইলো রাসেল ভাই। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আরমান ভাই

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

মোঃ ইসহাক খান বলেছেন: ডিসেম্বর মাসে স্বাধীনতার পোস্টে শুভেচ্ছা।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:




শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ

শুভ কামনা

সময় গুলো ভালো কাটুক আপনার

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে রাসেল ||

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

অনেক দিন থেকে খুব ব্যস্ত তাই সময় দিতে পারছিনা ব্লগে

এই মাসটা এমনি যাবে

ভালো আছেন নিশয়??

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লেগেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম

শুভ কামনা

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে রাসেল... লিখালিখি চলুক...

শুভকামনা...

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই
ভালো আছেন আশাকরি

আমি এখন ব্লগে তেমন সময় দিতে পারছিনা
কিছুদিন পর ফ্রী হব
তখন আবার আপনার সাথে কথা হবে
আপনাকে আমার পোস্টে দেখে ভালো লাগলো

ভালো থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.