নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠কবিতার বিয়ে♠♠

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

কবিতা আমার ত্রাস

কবিতায় বসবাস

দু’দিন পরে

নায়িকার বিয়ে

ভয় হয় তাই নিয়ে

কবিতা বড় অভিমানী

রাগলে পরে জাত কুলের

হবে মানহানি

অকথ্য ভাষায় গালাগালি।

গাঁয়ে হলুদের পরে

মুখ খুলেনি

কে জানে হবে কি জানাজানি

কবিতা এখনো কুমারী।

সু-পাত্রের বয়সটা

একটু বেশি

তবে মুখটা হাসি হাসি,

কবিতা একবার বড্ড

খারাপ হতে চায়

বকে দিবে ধর্ম কর্ম ভুলে

প্রেমিকের দেখা যদি পায়।

আজ মুখবধির

শান্ত নীবির

আগ্রহটাই অধীর

বাসরের ফুলের সন্ধানে

ব্যস্ত অতি,

কবিতার জন্য কবির একটু

হলই না হয় ক্ষতি।





[রাসেল হোসেন, ০৮/১২/১৩]

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

এম এ কাশেম বলেছেন: তবু তো কবিতার সাথে সহবাস,

অনেক++++++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্রথম প্লাস

অনেক ধন্যবাদ
আমি কবিতাকে ভালবাসি না
পছন্দও করিনা শুধু কবিতাকে নিয়ে খেলি :D :D

আমার ব্লগে স্বাগতম

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

মুহামমদ মিনহাজ বলেছেন: ভাল লাগলো B-))

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

আমার ব্লগে স্বাগতম

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর হয়েছে :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতার জন্য কবির একটু
হলই না হয় ক্ষতি।

শুধু একটু , কবিতার জন্য কবিদের নিজেদের ধুমড়ে মুছরে ফেলতে হয় নাকি , তার পর শব্দেরা দেখা দেয় অনুভূতি হয়ে !

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো বলেছেন ভাই :) :)

ধন্যবাদ

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

মোঃ ইসহাক খান বলেছেন: একটু হালকা ধাঁচের লেগেছে। যা হোক, শুভেচ্ছা রইলো। আর কিছু টাইপো ঠিক করতে হবে।

শুভকামনা সতত।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বন্ধু
সময় করে ঠিক করে নিবো :)

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে মোটামুটি লাগলো ||

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই নিয়মিত পোস্ট পড়ে কমেন্ট করার জন্য

ভালো থাকুন

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

বেকার সব ০০৭ বলেছেন: অসাধারন হয়েছে কবিতার বিয়ে

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ বেকার ভাই :)

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: বাহ! ভালো লাগল।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার কে :P

ভালো থাকুন

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

শুনে প্রীত হইলাম

শুভসন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.