নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠অগোছালো♠♠

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

যে শব্দগুলো বলতে পারিনি তোমায়

কবিতায় বলি

যে গল্প আমি তৈরি করতে পারিনি

গদ্য কবিতায় করি

যে সুরের তীক্ষ্ণতা আজো অজানা

কবিতার ছন্দে সে সুরের ব্যঞ্জনা

যে খেতাব পাব বলে প্রেম এসেছিল

না পেয়ে পেয়েছি কবি

জন্ম থেকে কষ্ট যার সঙ্গী

দুঃখ ছাড়া আছে তার সবি

ভোরের আগে যার ঘুম আসেনা

তাকে তুমি বলবে সুখী?



এই কবিতা তুমি পড় না

ভুল করে পড়লেও এখানে এসে থেমে যেও

চোখ খুলে আর দেখ না

তিনটি স্তবকে আছে মিছেমিছি বর্ণনা।



যখন কষ্টের কবিতা লিখব ঠিক করি

এমন মায়া ভরা আঁখি নিয়ে দেখা দাও

কবিতা রোমাঞ্চের কথা বলে

মধ্য চরণে এসে অভিমানী হয়ে উঠে

তারপর রাগ ভাঙ্গাতে ভাঙ্গাতে যত

অগোছালো ছন্দের তৈরি বটে।



দেশ ও প্রকৃতি নিয়ে চিন্তা হয় প্রায়ই

কিন্তু কি আর লেখা যায়

যৌবন কালে করুণ দশা

নিভৃতে যার ক্ষয়

দলাদলি আর নোংরামিতে

গণতন্ত্রের কি হয় জয়?



প্রকৃতি বলে ওগো কবি

গাঁয়ে আমার মানুষ পোড়ার গন্ধ

এ শুকে তুমি লিখবে কীভাবে

পাহাড় নদীর ছন্দ?



রঙিন ঘুড়ির পানে চেয়ে আছি আকাশে

হঠাৎ ছিঁড়ে গেছে ডোরটা

নিরুদ্দেশে ছুটছি এখন

আঁটকে গেলে হয়তো কেটে যাবে ঘোরটা।





[রাসেল হোসেন, ১১-১২-১৩]

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।

রঙিন ঘুড়ির পানে চেয়ে আছি আকাশে
হঠাৎ ছিঁড়ে গেছে ডোরটা
নিরুদ্দেশে ছুটছি এখন
আঁটকে গেলে হয়তো কেটে যাবে ঘোরটা।
বাহ !

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বুঝি কম, তবু ভালো লাগা রেখে গেলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য
আমার ব্লগে স্বাগতম
ভালো থাকবেন :)

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে কবি! গ্রেট। তবে ১ম দিকে বেশী সুন্দর হয়েছে।

জন্ম থেকে কষ্ট যার সঙ্গী
দুঃখ ছাড়া আছে তার সবি
ভোরের আগে যার ঘুম আসেনা
তাকে তুমি বলবে সুখী?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

আপনার ভালো লাগলো শুনে প্রীত হইলাম

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে রাসেল ভাই, তবে কমাহীন বিরামচিহ্নের ব্যাবহার কিছুটা বিড়ম্বনা দিয়েছে !
নিজের মত করে দুই এক জায়গায় বসিয়ে নিয়েছি !

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আশা করছি পরবর্তী পোস্টে এই ভুল গুলো থাকবেনা
সাথে থাকার জন্য ধন্যবাদ

আপনার বিড়ম্বনার জন্য দুঃখিত

ভালো থাকুন

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত :)

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হাসান ভাইকে ধন্যবাদ
আমার কবিতা পড়ে কমেন্ট করার জন্য কৃতজ্ঞতা

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন :)

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

ডট কম ০০৯ বলেছেন: কবিতার শুরু আর শেষের মাঝে একটু ফাক রয়েগেছে বলে আমার অভিমত।

যখন কষ্টের কবিতা লিখব ঠিক করি
এমন মায়া ভরা আঁখি নিয়ে দেখা দাও
কবিতা রোমাঞ্চের কথা বলে
মধ্য চরণে এসে অভিমানী হয়ে উঠে
তারপর রাগ ভাঙ্গাতে ভাঙ্গাতে যত
অগোছালো ছন্দের তৈরি বটে

এই ছয় লাইন দারুন লাগছে আমার কাছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার অভিমতের জন্য অনেক ধন্যবাদ :)

পরের পোস্টে আশাকরি এমনটা হবে না

আমার ব্লগে স্বাগতম :)

ভালো থাকুন

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মশিকুর বলেছেন:
প্রথম দিকটা বেশী ভালো লেগেছে। +

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

ভালো থাকুন

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

অদৃশ্য বলেছেন:





লিখাটি ভালো লেগেছে রাসেল...


শুভকামনা...

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

আপানকে কমেন্টে দেখে ভালো লাগলো

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অপ্রচলিত বলেছেন: কবিতার নাম সার্থক :P :P । সত্যিই কিছুটা অগোছালো। তবে কিছু কিছু লাইন মনে গেঁথে গেল। দারুণ লিখেছেন।


এই কবিতা তুমি পড় না
ভুল করে পড়লেও এখানে এসে থেমে যেও
চোখ খুলে আর দেখ না
তিনটি স্তবকে আছে মিছেমিছি বর্ণনা।

যখন কষ্টের কবিতা লিখব ঠিক করি
এমন মায়া ভরা আঁখি নিয়ে দেখা দাও
কবিতা রোমাঞ্চের কথা বলে
মধ্য চরণে এসে অভিমানী হয়ে উঠে
তারপর রাগ ভাঙ্গাতে ভাঙ্গাতে যত
অগোছালো ছন্দের তৈরি বটে।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

ঠিক বলেছেন নাম পাইনাই তাই এই নাম দিয়েছি

অনেক ধন্যবাদ
আপনাকে আমার কবিতায় পেয়ে ভালো লাগলো

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.