নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠ঝুমুর বাবা নেই♠♠

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

তালাক! তালাক!! তালাক!!!

তিন তালাক! বাইন তালাক!!

উকিলের হাত ঘুরে আসা তালাকনামাটির

স্ব স্ব সম্মতিক্রমের স্থানে বল পয়েন্টের

দুটো খোঁচা দিতেই একযুগ পিছিয়ে গেল ঝুমু।

মনে হল পিতৃহারা আর একবার ভূমিষ্ঠ হল

মায়ের গর্ভ থেকে,

কতগুলো দিন অতীত হল জীবন জন্মান্তরে।



জন্মের পড় থেকে কোলে পিঠে মানুষ হয়ে অনবদ্য চেহারায়

মায়াবী চোখর টানে হরিণীর চাঞ্চল্যতায়

ধরে রাখতে পারেনি তার বাবাকে,

হারিয়ে গেছে আজ হতে অর্ধ যুগ আগে

স্বামী স্ত্রীর কোন এক ভুল বুঝাবুঝির আদলে।

এখনো মাঝে মাঝে স্পষ্ট ভাসে

এই তো সেদিন এসেছে বাবা প্রবাস ঘুরে

আদর্শলিপিতে অঙ্গুলির ছোঁয়ায় বলেছিলে

ক্রোধে অমঙ্গল আনে।

পুরুষ ফিরে নারীর টানে

এখনো যে মনে পড়ে

ঝুমুর বাজে ঝুমুর পায়ে

কি যে মধুর সুরে

মমতায় ঝরিয়ে ধরে।



হারানো পিতার স্মৃতির পাতায় পাতায়

চোখ বুঝে অনুভবে ক্লান্ত হয়ে

ঘুমের ঘরে পাপড়ি লুটায়।

আজো তোমায় মনে পড়ে যায়

সায়াহ্নের কোমলতায় আর

শৈশবের দুরন্তপনায়।



হারিয়ে গেলে তুমি?

আমায় মনে পড়েনা বুঝি?

একফোঁটা ঘৃণা জন্মেনি হৃদয়ে,

ভুলিনি তোমায় ভালবাসার জোয়ারে

দাঁড়িয়ে ডাকি এখনো তোমায় মায়ের ঘরের দুয়ারে।



বাবা, তুমি ভুলে যাওনি জানি,

মনে রেখ সদা,

ঝুমুর পায়ে ঝুমুর বাজে

পুরনো গানের কথা।





[রাসেল হোসেন, ১৮-১২-১৩]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !
গত কয়েকটার মধ্যে এটা বেস্ট ||

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই
শুনে প্রীত হইলাম :)

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

সুমন কর বলেছেন: তেমন ভাল লাগেনি!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কমেন্টে ধন্যবাদ ভাই

ভালো থাকুন

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অভি ভাই কে ধন্যবাদ

শুভ কামনা

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা'কে গল্পকারে লিখলে একটা ভালো গল্প হয়ে যেতে পারে

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

আসলে আমি গল্প লিখতে পারিনা :( :(

আমাকে দিয়ে গল্প হয়না কিছু অখাদ্য কবিতা লিখতে চেষ্টা করি মাত্র টাইম পাসের জন্য :)

ভালো থাকুন

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: গল্প আকারে লিখলে বোধহয় ভালো হত, পাঠক মাসুম আহমদ ১৪ যেটা বলেছেন।

টাইপো ঠিক করতে হবে। আর একটু সময় নিয়ে ভাবলে কবিতাগুলো আরও সুন্দর হয়ে উঠবে।

শুভেচ্ছা নিরন্তর।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আসলে আমি গল্প লিখতে পারিনা :( :(

আমি কি আর মোঃ ইসহাক খান যে বললেই গল্প বানাইয়া ফেলবো
আমাকে দিয়ে কিছুই হয়না
আস্তা এক্তা ঘোড়ার ডিম বন্ধু

চেষ্টা করবো আর একটু টাইম দিয়ে লিখতে :)


ভালো থাকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.