নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠ মুক্তিযুদ্ধ ♠♠

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

একদল কাপুরুষ আমার দেশ মাতার উপর

বুলেট ছুড়েছিল একাত্তরে,

একদল হানাদারেরা আমার ঘুমন্ত

মায়ের ওপর গুলি চালিয়ে ছিল

ওরা আমাদের জীবন্ত মাটি চাপা দিয়ে স্বাধীনতা

কেরে নিতে চেয়েছিল।



আমার মায়ের সন্তানরা এতো

সহজ শর্তে হারতে রাজী নয়

রক্তে রাজপথ ভাসিয়ে দিবে তবুও

কোন অন্যায় মাথা পেতে নেওয়ার কল্পনাও করবেনা,

এটা আমাদের বিশ্বাস

এটাই আমাদের স্বাধীনতা ।



ত্রিশ লাখ জীবন নিয়েছিলি সেদিন

কি ভেবেছিলি আমারা আত্মসমর্পণ করবো ??

না এটা তোদের দুর্ভাগ্য খুব ,

ইতিহাসের বুকে বাঙ্গালীর রক্তে

হারমানা লেখা নাই

লেখা আছে শুধু স্বাধীনতার স্বপ্ন

আমাদের প্রতিটি শিরা উপশিরায়



আমার দেশ আমার মাটি আমার মা ,

আমার জীবন , আমার ভালবাসা

আমার শান্তির নিবিড় ছায়া

আমার হৃদয়ের প্রতিটি কম্পন

এই মাটিতে মিশে আছে

আমার প্রতিটি নিঃশ্বাস বাতাসের

অণুতে মিশে আছে ।



আমরা ভালবাসি মা তোমায়

আমরা তোমার মান রাখবোই ।



ঐ হানাদারেরা শুনে রাখ,

আমরা মুক্তিযুদ্ধ দেখিনি

তবে আমরা আমাদের বংশধরদের চেয়েও রগচটা

কতো বুলেট আছে তোদের,আমারাও দেখে নিবো

আমারাও এ জাতির জন্য সব বিলিয়ে দিতে পারি,

পারি জীবনটা কে মুছে দিতে আমার বাংলা মায়ের জন্য।



নরপশুর দল জেনে রাখ,

৭১ এ শুধু ত্রিশ লাখ মানুষ হত্যা করিসনি

১৬ কোটি দেশ প্রেমিকও জন্ম দিয়ে গেছিস ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
নরপশুর দল জেনে রাখ,
৭১ এ শুধু ত্রিশ লাখ মানুষ হত্যা করিসনি
১৬ কোটি দেশ প্রেমিকও জন্ম দিয়ে গেছিস ।
- এটুক চমৎকার হৈসে, ১৬ কোটির থেকে কিছু সংখ্যাক বাদ যাবে।

আমার কাছে ওভারঅল মোটামুটি লাগসে, আরেকটু রিদমিক হলে ভাল্লাগতো ||

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই এটা আমার অনেক আগের একটা কবিতা

প্রথমদিকের :)

আপনার মন্ত্যবে ভাললাগা

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু

ভালো আছেন নিশ্চয় ??

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: মোটামুটি, অনেক আবেগ জড়িয়ে আছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ

আমার ব্লগে স্বাগতম

ভালো থাকুন

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

লাবনী আক্তার বলেছেন: ঐ হানাদারেরা শুনে রাখ,
আমরা মুক্তিযুদ্ধ দেখিনি
তবে আমরা আমাদের বংশধরদের চেয়েও রগচটা
কতো বুলেট আছে তোদের,আমারাও দেখে নিবো
আমারাও এ জাতির জন্য সব বিলিয়ে দিতে পারি,
পারি জীবনটা কে মুছে দিতে আমার বাংলা মায়ের জন্য।


চমৎকার!! ভীষণ ভালো লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু

ভালো থাকুন

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

উপপাদ্য বলেছেন: ৭১ এ শুধু ত্রিশ লাখ মানুষ হত্যা করিসনি
১৬ কোটি দেশ প্রেমিকও জন্ম দিয়ে গেছিস ।


যদিও খুব সাধারন শব্দসম্ভার তবুও আমার খুব ভালো লেগেছে। কারন
অসীম আবেগের সংমিশ্রনে লেখা হয়েছে যা খুব সহজেই অনুধাবন করা যায়।

কিপ ইট আপ

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উপপাদ্য কে

আমার ব্লগে স্বাগতম

এটা অনেক আগের একদম শুরুর দিকের কবিতা :)

ভালো থাকুন

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
সুন্দর

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

ভালো থাকুন

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: মোটামুটি।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

মশিকুর বলেছেন:
নরপশুর দল জেনে রাখ,
৭১ এ শুধু ত্রিশ লাখ মানুষ হত্যা করিসনি
১৬ কোটি দেশ প্রেমিকও জন্ম দিয়ে গেছিস ।


বাহ বাহ!

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

আপনাকে দেখে ভালো লাগলো :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ইতহাসে শব্দটা ঠিক করে দেবেন । এবংনীবির ।

এইজাতিতে সবই আছে । বীর ও আছে বিশ্বাস ঘাতক ও আছে ।
কবিতা মোটামুটি এবং আবেগি । আবেগ টা স্পর্শ করল ।

আর হ্যাঁ , ইতিহাসে বাঙ্গালির পরাজয় আছে । জয় - পরাজয় বড় কথা না দেখতে হবে ন্যায়ের পক্ষে এসে দাঁড়িয়েছি কিনা ।
পাকনামি করে গেলাম । এইবার মনে মনে বলেন
- তোরে কইছে তুই বেশি জানস :P :P :P

ভাল থাকুন । ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই টাইপো ঠিক করে নিয়েছি

হা আপনি ঠিক বলেছেন সব আছে আমাদের
পাকনামি না ভাই মাঝে মাঝে এমন কমেন্ট পেতে ভালো লাগে

আর জয় নিশ্চয় ন্যায়ের হোক সব সময় এই প্রত্যাশায়

ভালো থাকুন

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: দেশপ্রেমের অন্যান্য কবিতার মতো হলেও বেশ তীব্রতা আছে।

শুভেচ্ছা।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
তোর প্রশংসায় খুব ভালো লাগলো :P

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

অদৃশ্য বলেছেন:





ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
ভালো আছেন আশাকরি

শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.