নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠চার দেয়ালে ভালবাসা♠♠

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

রাত কেটে যাবে বলেছে ওরা বলেছে

দুপাশ থেকে জোনাকিরা উড়ছে আহা উড়ছে

জোছনা মাখা এই ভালবাসা

শুকনো নদীর বুকে জোয়ার আসা।

রঙিন ডানায় নিভু নিভু আলো

যতটা কাছে আসো লাগছে ভালো

সুগন্ধি মেখেছ বুঝি ঐ কালো চুলে

চাইলেও পারবোনা হারাতে তোমাকে ভুলে।



ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,

চার দেয়ালে। চার দেয়ালে।।



আমার রাজ্য তুমি আছো ঘিরে

আগোচরে ভালবাসা চলছে ধীরে

গোধূলির লাল লাল আলোয় ভরা

আমার আকাশে জুড়ে এই তারকার খেলা।

প্রকাশিত হবে হোক আদর সোহাগ

দিগন্তে উড়ছে দেখো সাদা বকের ঝাক

প্রশ্ন করেছি আজ নিজেকে নিজে

চাইলেও পারবোনা হারাতে তোমাকে ভুলে।



ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,

চার দেয়ালে। চার দেয়ালে।।



বৃষ্টি নামবে বলে মেঘ জমেছে

উদার দৃষ্টিতে প্রিয়া জানালা খুলেছে

ফোঁটা ফোঁটা জল , বৃষ্টি সফল

এক মনে একা একা ছবি এঁকেছে।

নীলিমার রংচটা রংধনুতে

ক’দিন থেকে তোমার রং মেখেছে

চলনা মিশে যাই ভালবাসা বাসিতে

চাইলেও পারবোনা হারাতে তোমাকে।



ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,

চার দেয়ালে। চার দেয়ালে।।



[রাসেল হোসেন, ০৩-০১-১৪]

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

এয়ী বলেছেন: কবিতায় ভাল লাগা রইল!!!!! ;)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম

শুভকামনা :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: বাহ!!


সুন্দর লেখা ভাইয়া।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

ভালো থাকুন সবসময়

শুভেচ্ছা

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ ! এটা দিয়ে চমৎকার গান বানানো যাবে।
আমার কাছে ১ম ভার্সটা সবচে ভাল্লাগসে ||

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মুন ভাই কে নিয়মিত আমার পোস্টে কমেন্ট করার জন্য ধন্যবাদ
আপনার ভালো লাগছে শুনে প্রীত হলাম

ভালো থাকুন

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই :)

শুভ কামনা

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অভি ভাই

মন্ত্যবে কৃতজ্ঞ

ভালো থাকুন

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুর দিলে গান হয়ে যাবে :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

গান হইলে গায়ক পামু কই ???

শুভ কামনা

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো। শুভেচ্ছা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বন্ধুকে ধন্যবাদ

ভালো থাকিস

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

সকাল রয় বলেছেন:
পড়লাম।

আরো কিছু যোগ হলে কবিতা আরো আলো ছড়াতে পারতো। কবি যেহেতু লিখেছে তাই কবির হাতে ছেড়ে দেয়া যায়। কিছু শব্দ ভালো লাগলো। আরো লিখুন। এভাবেই ।

অনেক শুভকামনা

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার মন্তব্যে ভালো লাগা

আশা করছি পরবর্তীতে আরও কিছু যোগ করতে চেষ্টা করব

আমার ব্লগে স্বাগতম

শুভেচ্ছা রইল :)

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

লেখোয়াড় বলেছেন:
কবিতার ভাব, বিষয় খুব ভাল হয়েছে।
সহজ সরল ভাষা সেটি আরো মন কেড়েছে।

আপনার কল্পনা অনেক বিস্তৃত।

ভাল থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার ভালো লাগছে শুনে প্রীত হইলাম ।

অনেক ধন্যবাদ।

খেলোয়াড় ভাই কে শুভেচ্ছা :)

ভালো থাকুন সবসময়

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

মশিকুর বলেছেন:
সুন্দর কবিতা +

শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

শুভেচ্ছা রইলো

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি নামবে বলে মেঘ জমেছে
উদার দৃষ্টিতে প্রিয়া জানালা খুলেছে
ফোঁটা ফোঁটা জল , বৃষ্টি সফল
এক মনে একা একা ছবি এঁকেছে।

সুন্দর।
শুভনববর্ষ । :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুভ শুভনববর্ষ :)

ভালো থাকুন সবসময়

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: এটাকে গান বানানো যায়।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার এক বন্ধু সুর করছে শেষ হলে ব্লগে দিব

ভালো থাকুন

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: শুধু ভালবাসা না মানুষের পুরো জীবন চার দেয়ালে বন্দী॥

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে স্বাগতম আমার ব্লগে

ঠিক আমরা আসলেই চারদেয়ালএই থাকি

শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.