![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
এক গ্রীষ্মের কাল বৈশাখে আমার দেশের
তপ্ত মাটির সাথে মেঘ মালতীর এক ঝলক দেখা হয়ে যায়,
প্রথম দেখায় দু’জন দু’জনকে পছন্দ করলেও
একটু পরেই যে যার পথে হারায় ;
তারপর থেকে মৃত্তিকা মহাশয় মেঘ মালতীকে
খুঁজে খুঁজে খুব ক্লান্ত হয়ে দ্রোহের আগুনে ফেটে পড়ে,
মেঘ মালতীও মাটির আলসেমি দেখে মুখ গোমড়া করে
কালো হয়ে আকাশের গায়ে জমতে থাকে;
মেঘ তো জানতোনা যে মাটি মহাশয় নড়তে পারে না
প্রেমিকের আচরণে ক্ষুব্ধ হয়ে নিজেই ভালবাসার কথা জানায়
ঠিক বর্ষার প্রথম দিনে।
যখন মেঘ মাটির কষ্ট বুঝতে পারে
তখন মেঘ তার এত দিনের জমে থাকা অশ্রু দিয়ে
তপ্ত মাটির ফাটল গুলো মুছে দেয় নিজ হাতে।
একসময় নীল আকাশের সাদা মেঘের সাথে
সিক্ত মাটির প্রেম চলতে থাকে কাশ বনের অলিতে গলিতে;
তারপর মাটি তার ফল-ফলাদি দিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে,
মেঘ মালতীকে প্রথম বারের মত তার বাড়িতে দাওয়াত করে,
কিন্তু না, মেঘ মালতীর শাশুড়ি শীতের বুড়ি একমাত্র ছেলের প্রেমিকাকে
মেনে নিতে অপারগতা পোষণ করে,পুরো পৃথিবী কে অনুরোধ করে
কুয়াশার বলয় দিয়ে মাটিকে বেষ্টন করে রাখতে।
মেঘ ও মাটির কষ্ট দেখে কুয়াশা লজ্জা পেয়ে
ক্ষমা চেয়ে নিজে সাক্ষী হয়ে ওদের বিয়ের আয়োজন করে;
অবশেষে মেঘ ও মাটি কোকিলের সাথে ফাগুনের গান গাইতে গাইতে
হারিয়ে যায় বাংলা বর্ষ পঞ্জিকার পাতায়।
ঠিক এভাবেই সমাপ্তি ঘটে আমার বাংলা আমার দেশ
আমার মায়ের পুরো একটি বছর।
[রাসেল হোসেন , ০৭/০৮/১৩]
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
মশিকুর বলেছেন:
আপনার সব কবিতা গুলোী সহজ সরল এবং সুন্দর হয়।
শুভকামনা।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
শুভেচ্ছা রইলো
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
উদাস কিশোর বলেছেন: ভাল লেগেছে
আরো লেখা পড়তে পারবো বলে আশা করি
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
সাথে থাকুন পেয়ে যাবেন আশা করছি
আমার ব্লগে স্বাগতম
ভালো থাকুন
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
বোধহীন স্বপ্ন বলেছেন: সহজ সুন্দর ষড়ঋতু-কাব্য...
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম
শুভ কামনা
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস রাসেল, ভাল্লাগসে এটা ||
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই
ভালো থাকুন
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
একজন আরমান বলেছেন:
সুন্দর লিখেছেন রাসেল ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুনে ভালো লাগলো
আরমান ভাইকে দেখে ভালো লাগলো আমার পোস্টে
শুভেচ্ছা রইলো
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: যখন মেঘ মাটির কষ্ট বুঝতে পারে
তখন মেঘ তার এত দিনের জমে থাকা অশ্রু দিয়ে
তপ্ত মাটির ফাটল গুলো মুছে দেয় নিজ হাতে।
সুন্দর !
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অভি ভাই
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: একসময় নীল আকাশের সাদা মেঘের সাথে
সিক্ত মাটির প্রেম চলতে থাকে কাশ বনের অলিতে গলিতে;
সুন্দর +
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্লাস পেয়ে খুশী
ভালো থাকুন সেলিম ভাই
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কবিতা পড়ে পূর্ণেন্দুর কবিতার মনে পড়ছে।
সহজ সাবলীল কবিতা।
পলক না লিখে ঝলক লিখলে ভালো হয় মনে হচ্ছে।
শুভেচ্ছা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো
পূর্ণেন্দুর কবিতা আমার খুব খুব ভালো লাগে
ওকে পরিবর্তন করে দিলাম
ঝলক তাই মানান সই বেশি এখানে
ভালো থাকুন
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
সোজা কথা বলেছেন: খুব ভালো লাগল।সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং সাগতম আমার ব্লগে
সোজা কথার জন্য শুভ কামনা
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব-ইইই সুন্দর,,,,,,,,,,,,,,ভাল লাগা রেখে গেলাম
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনার ভালো লেগেছে শুনে পুলকিত হইলাম
ভালো থাকুন সবসময়
আমার ব্লগে স্বাগতম
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
মোঃ ইসহাক খান বলেছেন: শব্দচয়ন বেশ ভালো।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বিশিষ্ট গল্পকার
ভালো আছিস??
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
লাবনী আক্তার বলেছেন: যখন মেঘ মাটির কষ্ট বুঝতে পারে
তখন মেঘ তার এত দিনের জমে থাকা অশ্রু দিয়ে
তপ্ত মাটির ফাটল গুলো মুছে দেয় নিজ হাতে।[/sb
খুব সুন্দর হয়েছে। অনেক ভালোলাগা রইল ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময়
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
সকাল রয় বলেছেন:
অন্যরকম!
অনেক কিছু কবিতায়...
অবশেষে মেঘ ও মাটি কোকিলের সাথে ফাগুনের গান গাইতে গাইতে
হারিয়ে যায় বাংলা বর্ষ পঞ্জিকার পাতায়।
বেশ সুন্দর লেখা। খুব ভালো লাগা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয় কে আমার ব্লগে স্বাগতম
ভালো থাকুন সবসময়
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হাসান ভাই কে স্বাগতম এবং ধন্যবাদ
ভালো আছেন আশা করছি
বাবু কেমন আছে??
হায় হায় নাম টা আবার ভুলে গেছি ভাইয়া
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর কবিতা। অভিনন্দন
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২
শুঁটকি মাছ বলেছেন: সরল আর সুন্দর একটা কবিতা!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুঁটকি মাছ কে অনেক ধন্যবাদ এবং স্বাগতম
মন্ত্যবে কৃতজ্ঞতা
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭
আরজু পনি বলেছেন:
দারুণভাবে শেষ করেছেন ।
শুভেচ্ছা রইল ।।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আরজু পনি আপু বলেছেন দারুন ভাবে শেষ করেছেন
আপনার কথা টা শুনে অনেক ভালো লাগলো
ভালো থাকুন
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক দিন পরে আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো
২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
মায়াবী ছায়া বলেছেন: ফেবুতে পড়া হয়েছিল
কবিতায় প্রথম থেকে শেষ ভাললাগা ছেয়ে গেছে ।
শুভকামনা রইল কবি ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।