নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

অক্লান্ত দীর্ঘশ্বাস

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

ঘুরে দাঁড়িয়েছি আজ লিখব অকারণ,

অকথ্য ছন্দের অভিবাধন

সুনীল আসমানের বিস্তৃতি বাঁধন

কম্পমান হৃদপিণ্ডের রক্তসঞ্চালন,

বিমুখী আত্মার বিনিয়োগ সাধন

ধরণীর পর্যাবৃত্ত গতির কার্য সম্পাধন

রীতিমত চলছে সব,

সহস্র চুম্বনের সমগ্র বিভব।



প্রথাসিদ্ধি জীবনাচরণ কালজয়ী রক্তক্ষরণ

প্রচণ্ড যন্ত্রণা বুকে উগরে দেওয়ার যে কোন কারণ

হেরে আমি জিততে চাই শুনবো না বারণ

ফের ভুলে যাব অশ্রু গ্রন্থির রোজ প্রণয়ন

ঝুলন্ত তারে বাদুড়ের অনিশ্চিত অজ্ঞাত মরণ

প্রতিটি দীর্ঘশ্বাসের প্রভাতী করণ

নিষিদ্ধ সম্পর্কের সামাজিক বরণ

বিপদে ধৈর্য ধরবো ছিলনা স্মরণ

আমি লিখে যাবো অকারণ আমরণ।



সইতে কষ্ট হলে দূরে সরো

জানিনা মনভুলে কষ্ট দিয়েছি কবে কারো

গেয়েছি নাকি নিকট থেকে নিকটতম

মার্জনা চাইনা হব তুচ্ছ থেকে তুচ্ছতর

উত্যক্ত নিঃশ্বাস সরাই পানে চেয়ে

দীপ্তিময় নক্ষত্র হাসে ছায়াপথে থেমে।



[রাসেল হোসেন, ০৪-০১-১৪]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

লেখোয়াড় বলেছেন:
হৃদয়ের অবিরল ছুটে চলা ধোঁয়াশার ভিতর বিলম্বিত আাঁকরে।
ভাল লাগল গভীর চেতনার কবিতা।

সুনীল আসমান এখানে বেমানান লাগল। আরো কিছু শব্দের পারস্পারিক ব্যবহারে লক্ষ্য রাখা জরুরী।

ভাল থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
পরবর্তীতে পরিবর্তন আসবে আশা করি

মন্ত্যবে ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে, তবে ছন্দ মিলাতে গিয়ে কিছু কিছু জায়গায় দুর্বল হয়ে গিয়েছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞ

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: অকথ্য ছন্দের অভিবাধন >অভিবাদন হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।+++

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.