নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

স্বাগতিক সন্ধ্যা

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

বিকেল ঘনিয়ে লাল টুকটুকে শাড়ীর আঁচল মুড়ে

নব বধূর নাইয়োর যাবার মত লুকোতে শুরু করে

উত্তর মেরুর রবি। যেন সারাদিনের প্রস্তুতি শেষে

হঠাৎ সুযোগ পেয়ে বিলীন হয়ে যাচ্ছে অন্য মেরুর টানে।

ফেলে যায় সারাদিনের ক্লান্তিকর একটি ক্ষণ,সন্ধ্যা।



রঙের বাহার আকাশে, পাখিদের কলতানে বিদায়

নিতে প্রস্তুত দিনের আলো। মুছে যাবে পৃথিবীর

প্রাণ থেকে আরও একটি দিন ইতিহাস হবে দুদিন

পরে। নিবিড় ছায়া আর কালো মায়ায় ঘরে ফিরে

সাংসারিক পাখি গুলো। চোখের দৃষ্টি সীমানা কেরে নিচ্ছে

নিকষ অন্ধকার ভূতুরে থম থম পরিবেশে বাঁশ বনে

একাকী যাওয়া যেন আজন্ম পাপ হয়ে গেল পথিকের।



শিতকার ধ্বনিতে মুখরিত হিন্দু পল্লী, বিকশিত

জ্ঞানের প্রদীপ জ্বলছে কিশোর কিশোরীর টেবিলে,

ঝিঁঝিঁ ডাকে পথে প্রান্তরে আওয়াজ মিশে যায় নিমেষে

সুদূরে।সে যেন দীর্ঘস্থায়ী হতে চেষ্টা করে মেঘ ঢাকা আকাশে

আর কুহেলিকা ছড়ানো বিকেলে শীতল পরিবেশে।



সূর্য আঁধারে স্নান করে চাঁদকে বলে গেছে সোনালী

আলোয় ভরে দিতে, রাতের দিগ্বলয় জীবন্ত জ্যোৎস্না

আর জোনাকির বিচরণে শান্তির দূত নেমে আসে

আমার এই ভাঙা কুটিরে। বহুদিন ঘুরে উৎসবে

মেতে উঠে নির্দিষ্ট সন্ধ্যা আনন্দের জোয়ারে।

মুগ্ধ নয়নে চেয়ে আছে কবি সাহিত্যিকের দল

বিরহ দিনেও রাত জাগা প্রেমে মজেছে তারা,

অবলীলায় রচিত হচ্ছে হাজারো কাব্য গদ্যের।



[রাসেল হোসেন, ০৫-০১-১৪]

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে রাসেল।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই

শুভেচ্ছা

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু

বহুদিন পর ব্লগে আসলাম

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

সাহিদা আশরাফি বলেছেন: অসাধারণ বর্ণনা!

চমৎকার একটা কবিতা পড়লাম!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম
মন্ত্যবে কৃতজ্ঞতা

ভালো থাকুন

শুভ কামনা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধ নয়নে চেয়ে আছে কবি সাহিত্যিকের দল
বিরহ দিনেও রাত জাগা প্রেমে মজেছে তারা, দুই লাইন বেশি ভাল লাগলো

কবিরা গদ্য লেখা শুরু করেছে দুঃখে । :(

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই

ভালো আছেন??

হাঁ গদ্য লিখা শুরু করছে সব কবিরা :( :(

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ভাই । গভীরতা আছে ।আছে চিরায়ত কিছু অনুভূতি ।

ভাল থাকুন রাসেল ভাই । :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

শুভ কামনা

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অভি ভাই

শুভেচ্ছা

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

ভাল আছেন??

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

শায়মা বলেছেন: বাহ সুন্দর!!!!!!!:)

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপু কে ধন্যবাদ :)

কেমন আছেন ??

শুভ কামনা

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর।
++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কৃতজ্ঞতা

প্লাস গ্রজন করলাম
শুভ কামনা

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

মায়াবী ছায়া বলেছেন: ''মুগ্ধ নয়নে চেয়ে আছে কবি সাহিত্যিকের দল
বিরহ দিনেও রাত জাগা প্রেমে মজেছে তারা,
অবলীলায় রচিত হচ্ছে হাজারো কাব্য গদ্যের''
....... সুন্দর লিখেছো ছোট্ট ভাইয়া । :)
ভাল থেকো ।।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু

শুভ সকাল

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর হৈসে রাসেল, বেশ ভাল !

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.