![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
বিলেত ঘুরে এসে বড় বড় গল্প শোনানো উন্নত মানসিকতা,
দু’দিন পরে ভুলেই যাবে মানুষ, মন স্বজন উদারতা মানবিকতা।
নামীদামী রেস্তোরাঁর গল্প, হোটেল মোটেলের আলাপ অল্প স্বল্প
এসব করে গ্রামের বাড়িতে পেতে চান সুগন্ধি মাখানো বিছানা,
সকাল সকাল গ্রিন টীতে চুমুকের স্বাদ। এত কেন আহ্লাদ বিলেতি মানুষের তরে। কি এমন করেছে পরে, শুধু নিজের পকেট ভরে
সোনা রুপা হাতে না ধরে, কই দেখেনিতো একদিন সোনালী
ফসলের পানে। খরায় জলসানো ধান ক্ষেতে জলের অভাবে
কৃষকের হাসি গেছে মরে, কোন অবিচারে এত মায়া তার তরে।
দু’দিন এসেছে দু বছর পরে, খোঁজ নাহি করে,কে আছে কে গেছে
মরে। এসব বলে দুঃখ করছিল রেহেনার স্বামী দেবর কে নিয়ে।
আজ বাদে চলে যাবে এয়ারপোর্টে পৌঁছে দিবে তাকে সে,
একবার সুযোগ পেয়ে ঘুরে আসে ঢাকাগামী বাস যাত্রীদের দলে।
উন্নত মানুষটি চলে গেল,
এক সপ্তাহ হল, কোন খোঁজ নাহি দিল, আবারো চেঁচিয়ে উঠল স্বামী।
দুঃখিনীর ভিটেতে দুঃখ রয়ে যাবে, খোঁজ না হয় নাই হবে
বিদেশে স্থায়ী হতে চেয়ে, বিবাহ উত্তর আর নাই ফিরিল গাঁয়ে।
ভাই ভাবী পরে আছে অসুখে একটি ছেলে ছিল শহরে পড়ালেখা
করে। হয়তো এমনি হবে কদিন পরে। ধিক্কার করে রেহানা
উচ্চ শিক্ষার পুস্তকে বুঝি এমনি থাকে রচনা, মানবিকতা ভুলে
যন্ত্র হয়ে বাড়ি ফিরে,সামাজিকতা ভুলে নিজস্ব সংস্কৃতি ভুলে
নির্দয় মনোবাসনা নিয়ে ফির, জাত কূল দেশ ও দশকে বিস্মৃত করে।
[রাসেল হোসেন, ০২-০১-১৪]
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো হয় নাই।