নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

সফর

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

অমানিতা চল ঘুরে আসি

তিন দিনের সফরে মুগ্ধ প্রকৃতির অফারে

সমতল ছেড়ে পাহাড়ি তটে

সবুজ শ্যামল বনের কিনারে

কত দিন যাও নি নদীর তীরে

তোমায় দেখলে যেখানে ভাটা পড়ে

ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে, বহুদিন পরে।



অমানিতা চল যাই সৈকতে

বালুচরে উল্লাস দেখি সফেন জলে

দেখ দেখ কোন দেশ থেকে এসেছে

এই অপরিচিত আগাছা ভেসে

শুকিয়ে গেছে লবণের দেশে

যতদূর চোখ যায় আকাশ মিশে গেছে

সেঁজুতির রঙে দরিয়া সেজেছে

সমুদ্রের গর্জন যেন সুরে সুরে আসে

আরও কাছে তোমায় ছুঁতে যেওনা পিছিয়ে।



অমানিতা চল হাঁটি গাঁয়ের পথে

আঁকা বাঁকা রাস্তায় হাত ধরে হাতে

ঘাস ফুল ফুটেছে বরণ করতে

জুতো খুলে দাও আমার হাতে

তোমার পায়ে ওরা চুমু খাবে দিনে বা রাতে

ছোট ছোট ঘর গুলো সাজিয়েছে তোমায় দেখে

নতুন চাদরে বিছানা পেতেছে ক্লান্ত তুমি শোবে

অমানিশায় আলো জ্বলবে তোমার হাসিতে

চাঁদ যেন নেমে আসে তোমায় দেখতে।





অমানিতা চল যাই মরুভুমিতে

হাজার বছরের তপ্ত বালি কণা

শীতল হবে তোমার পদদুলিতে

নীলিমার এতো নীল দেখনি আগে

ভ্রমণে কথা হবে পথ যেতে যেতে,

চল আজ ঘুরে আসি পৃথিবীর পথে।



[রাসেল হোসেন, ১০-০১-১৪]



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

লাবনী আক্তার বলেছেন: অমানিতা চল যাই সৈকতে
বালুচরে উল্লাস দেখি সফেন জলে
দেখ দেখ কোন দেশ থেকে এসেছে
এই অপরিচিত আগাছা ভেসে
শুকিয়ে গেছে লবণের দেশে
যতদূর চোখ যায় আকাশ মিশে গেছে
সেঁজুতির রঙে দরিয়া সেজেছে
সমুদ্রের গর্জন যেন সুরে সুরে আসে
আরও কাছে তোমায় ছুঁতে যেওনা পিছিয়ে।



দারুন লিখছ ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু

ভালো আছেন আশা করছি

শুভ সকাল :P

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অমানিতা নামটা বেশ পছন্দ হয়েছে। দারুণ একটি কবিতার জন্য ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

অনেক দিন পর আসলেন আমার ব্লগে

ভালো আছেন আশা রাখছি

শুভ কামনা :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো !

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই

শুভেচ্ছা

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

এয়ী বলেছেন: চমৎকার কবিতা!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্যে কৃতজ্ঞ

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ


শুভেচ্ছা জানবেন

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ সুমন দাদা

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

মোঃ ইসহাক খান বলেছেন: নায়িকার নাম চেঞ্জ হয়েছে, নীল থেকে অমানিতা। কবে যে কেট উইন্সলেট কিংবা স্যান্ড্রা বুলক হয়ে যায় ঠিক নেই!

কবিতা লেখা চলুক। এভাবে সম্বোধন করে লেখা কবিতার স্টাইলটা চেনা চেনা লাগছে। উন্নতির অবকাশ আছে আরও।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে কবিতাটা।
অমানিতা নামটা পছন্দ হৈসে, এর মানে কি ?

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

অমানিতা মানেঃ ভদ্র

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
অ-অমানিতা !

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বুঝলাম না ভাই ??

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে। তবে অমানিতা নামটা যেন কেমন।

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

কেমন জানালে খুশি হব :)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ডট কম ০০৯ বলেছেন: খুব সুন্দর হইছে।

অমানিতা নাম টাও আঙ্কমন হইছে।

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

আপনাকে দেখে ভালো লাগলো

ভালো আছেন আশা করছি :)

১২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭

ইমিনা বলেছেন: অমানিতা নাম তো দেখছি আমার ইমিনা কে ও পেছনে ফেলে দিচ্ছে :(
না, এটা হতে পারে না, কখনো না।
অমানিতা ভালো নাহ্ :P :P

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তাই নাকি??
যাক তাহলে এই প্রথম আপনাকে পিছনে ফেললাম :P
না না ইমিনা টা বেশি সুন্দর তবে আমার কাছে তিন অক্ষরের নাম ভালো লাগেনা তেমন, দুই অক্ষর অথবা চার অক্ষরের নাম টা বেশি ভালো লাগে :)

কেমন আছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.