![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
ভিনদেশী পরী এতদিন কোথায় ছিলি
চোখাচোখি দেখা অন্তরের অন্তঃস্থলের কথা,
বাকি আছে কিছু আমার জন্য?
নাকি সব ফুরিয়ে এসেছ একলা একা
বলতে বলতে,
ফুল হাতে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে
বাম হাঁটু মাটিতে দুই চোখ আঁখিতে
বুক খালি রয়েছে প্রেম বুঝি হয়েছে
ভেবেছে গ্রহণ হবে খুশিতে, হাসি হাসি মুখেতে।
তারপর
মেয়ে দুই কদম পিছু পিছ মুঠোফোনে ফিসফিস
পুলিশ এলো পিছনে,ছেলের নাহি খেয়ালে
ইভটিজিং এর কারণে,অপরাধ হবে নাই তার স্মরণে
হাতকড়া ছেলের, সব দোষ কপালের
ছয়মাস জেলে বন্ধী থাকবে ছেলে।
তিন মাস পর,
দু’দিন পরে মেয়ের বর্ষপূর্তি হবে
উপহার কিনতে একা গেল মার্কেটে
তিনতলা পেরিয়ে চোখ গেল হারিয়ে
প্রেমিক এখানে কি করছে গোপনে
মোলায়েম ত্বকে হাতে হাত রেখে
কি কথা তার সাথে, হাত ছাড়ে হাত রাখে
একই কথা বলে কোন এক টেবিলে অন্য কোন দিনে
ফিরে এলো বাসায় এতদিন ছিল কার আশায়
অশ্রু ঝরে অগোচরে ভুলে গেল কিছুদিন পরে
এক মাস পর,
হঠাৎ এলো মনে কে যেন ফুল দিয়েছিল কবে তার সনে
মেয়ে ভাবে যাবে যাবে গারদে,ছেলেটাকে ছাড়াতে
গেল চলে গেল অন্যমনস্ক ভাবনায় গাড়ির নিচে চাপা পরে গেল।
মেয়েটার অধ্যায় শেষ হল।
দুই মাস পর,
আজ ছেলে মুক্তি পেল বহুদিন পরে বড়সড় নিঃশ্বাস নিল
আজো রয়েছে পকেটে শুকনো গোলাপের পাপী পাপড়ি গুলো
তিনদিন পর জানতে পেল সেই মেয়েটি মারা গেল
রাতভর ভাবে কি হবে,কি হবে
কে জানতো এতো বড় ক্ষতি হবে পাপের অভিশাপে।
[রাসেল হোসেন, ০১-০১-১৪]
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
মন্ত্যবে ধন্যবাদ
শুভ সন্ধ্যা
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
শায়মা বলেছেন: সত্যি কাহিনী নাকি!!!!
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: না আপু কল্পিত
কারো সাথে মিলে গেলে আমি দায়ী নই
শুভ সন্ধ্যা
ভালো আছেন??
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
হাসান মাহবুব বলেছেন: প্রথম স্তবকটা ভালো হয়েছে। বাকিগুলো ঝুলে গেছে।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘটনা সত্য নাকি
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: না না সত্যি না
আপনার সাথে মিলতে পারে ভাই
ভালো আছেন ??
৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম !!!
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হুম হুম
৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
লাবনী আক্তার বলেছেন: বাহ! বেশ ভালো লাগল !
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
মোঃ ইসহাক খান বলেছেন: দ্বিতীয় স্তবক থেকে বর্ণনার ভঙ্গীটি ঠিক কাব্যিক বলে মনে হল না। আরও সুন্দর করা যায় হয়তো।
শুভেচ্ছা নিরন্তর।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বন্ধুকে
শুভকামনা
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রচেষ্টা ভাল হয়েছে। আরও লিখুন।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
শুভেচ্ছা রইল
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
আরজু পনি বলেছেন:
ঘটনাময় কাব্য ।
শুভেচ্ছা রইল ।।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হুম
ভালো থাকুন
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: পাপের অভিশাপ ।
ঘটনাময়কাব্য। ভাল কাব্য প্রচেষ্টা
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
জুন বলেছেন: কষ্ট লাগলো
কে জানতো এতো বড় ক্ষতি হবে পাপের অভিশাপে।