![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
শিশির ভেজা ঘাসে যেমন ভোরের ছবি ভাসে
পদ্ম বোনা পুকুরটাতে জল তরঙ্গ হাসে
ঢেউয়ে ঢেউয়ে ক্ষিপ্র নদীর পলি যেমন খসে
নোনা জলের বাহার দেখি সৈকতের বালু চরে
কুয়াশায় ঢাকা পার্থিব জীবনের সকাল যেমন মিছে
তীর্থে ডাকা কাকের গর্জে ভণ্ড বাবার পিছে
চড়ুই পাখির দুইটি ছানা দশতলার ঐ কোণে
সকাল সকাল নাস্তা করছে বাসি রুটির ঘ্রাণে
শৈবালের নির্ঘুম অশ্রু যেমন দীঘির জলে ঝরে
কুমড়ার ফুলে ভ্রমর পোকা প্রজননের কাজ করে
দমকা হাওয়ায় সঙ্গীর খোঁজে শিমুল তুলা উড়ে
কাচা ভিটে বর্ষ আগমনে কাঁদা মাটি ছুড়ে
নডুলস আর চিকেন এসেছে ফিরনী পায়েস তারিয়ে
খেজুরের রস পাব কোথায় গাছ গেছে সব হারিয়ে
মালসা ভরা আগুন থাকতো উষ্ণ আবেশে জুড়িয়ে
ভাপা পিঠার পুলি পিঠার যুগটা দাওনা ফিরিয়ে
সূর্যি মামার হঠাৎ প্রকাশ দূর হয়েছে শীত
কুয়াশায় হারানো মানুষগুলো পথ পেয়েছে ঠিক
তৈলচিত্রের সূর্যি এঁকেছে রুপাসা নদীর জলে
শীতের সকাল উঁকি দিয়েছে পত্র ঝরা বনে
[রাসেল হোসেন, ৩১-১২-১৩]
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
মন্ত্যব্যে কৃতজ্ঞতা
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: কয়েক জায়গায় ছন্দ এবং মাত্রার গোলমাল হলেও সব মিলিয়ে ভালো লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো!
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
অভি ভাইকে ধন্যবাদ
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
মোঃ ইসহাক খান বলেছেন: ছন্দে লেখার প্রয়াস। ধীরে ধীরে নিখুঁত হবে। চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ রইলো।
কবিতা বেশ ভালো লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তোকে
ধন্যবাদ দিমুনা
অটোগ্রাফ দে
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
মাহমুদ০০৭ বলেছেন:
নডুলস আর চিকেন এসেছে ফিরনী পায়েস তারিয়ে
খেজুরের রস পাব কোথায় গাছ গেছে সব হারিয়ে
মালসা ভরা আগুন থাকতো উষ্ণ আবেশে জুড়িয়ে
ভাপা পিঠার পুলি পিঠার যুগটা দাওনা ফিরিয়ে
আসলেই ভাই ।
সব মিলিয়ে কবিতায় ভাল লাগা ।
ভাল থাকুন রাসেল ভাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর!