![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
মনে পড়ে দ্বিপ্রহরের ফুটন্ত ভালোবাসা
মনে পড়ে পলিত বিকেলে হাত ধরে হাত রাখা
মনে পড়ে চুমকি গাঁথা লাল থ্রি পিছ
মনে পড়ে অধর রাঙ্গানো প্রিয় লিপস্টিক
মনে পড়ে মূঢ়তার জন্য খিল খিল হাসা
মনে পড়ে খানিক অপেক্ষায় চোখে জল আসা
মনে পড়ে মধুর সুরের তোমার কথা শোনা
মনে পড়ে চাঁদনী রাতে একসাথে তারা গোনা।
হঠাৎ থমকে ভেবে যাই
সব মনে পড়ে পিছু হাটা স্মৃতি
জীবন তরী বেয়ে চলেছি
হারিয়ে চন্দ্র ফুলের বৃতি।
নীড়ে পাখি ফিরে যায়
কালো ছায়া চিরে
গতিপথ থেমে যায়
সংসারে ফিরে
মুঠি মুঠি আধার হাতে
চলি একা রাতে
ভয় নেই ভুলে গেছি
সময়ের আঘাতে।
মনে পড়ে না ফোন দেব
ভোর হওয়ার পড়ে
মনে পড়ে না গান লিখে
শোনাই সুর দিয়ে
মনে পড়ে না সুযোগ পেলে
দাঁড়িয়ে থাকি ফুল হাতে
মনে পড়ে না অঝর ধারার
ভিজে গিয়ে ছাদে,
শুধু মনে পড়ে জীবন সংসার
ক্ষয়ে যাবে তোমার সাথে।
[রাসেল হোসেন, ০৪-০২-১৪]
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
শুভেচ্ছা থাকলো
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২
সুমন কর বলেছেন: ভাল লাগল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
শুভ কামনা
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: মনে পড়ে না অঝর ধারার
ভিজে গিয়ে ছাদে,
শুধু মনে পড়ে জীবন সংসার
ক্ষয়ে যাবে তোমার সাথে।
রুমান্টিক ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
মায়াবী ছায়া বলেছেন: এত সুন্দর করে কেম্নে লিখ।।
অনেক ভাল লাগা প্রতিটা লাইনে।। ভাল থেকো
।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
দুঃখী__ বন্ধু বলেছেন: বেদনার !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
বেলা শেষে বলেছেন: ...touchable Feelings...good works, beautiful....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: thanks
welcome to my blog
be good always
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: +
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্লাস নিলাম
হাসান ভাই ভালো থাকুন
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
ময়নামতি বলেছেন: অন্তমিলের ছন্দগাঁথা কবিতা। +++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ময়নামতি কে দেখে ভালো লাগলো
ভালো থাকুন ভাই
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
ডট কম ০০৯ বলেছেন: শুরুটা বেক্ষাপ্পা মনে হইছে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই কিছু করার নাই
আমি এর চেয়ে ভালো লিখতে পারিনা
সো আপনি একটু সহ্য কইরা পড়লেই হয়
কেমন আছেন আপনি??
ভালো থাকেন আপনি
ভালো থাকুক আপনার আপনজনরা
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
ইমরাজ কবির মুন বলেছেন:
হঠাৎ থমকে ভেবে যাই
সব মনে পড়ে পিছু হাটা স্মৃতি
জীবন তরী বেয়ে চলেছি
হারিয়ে চন্দ্র ফুলের বৃতি।
নাইস রাসেল ||
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মুন ভাই কে ধন্যবাদ
আশা করি তারাতারি সুস্থ হইয়া যাইবেন
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৬
রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো "মিতা"
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আরে মিতা কেমন আছেন??
কি খবর??
ভালো লাগলো শুনে প্রীত হইলাম
ভালো থাকুন সবসময়
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
রাসেলহাসান বলেছেন: ভালোই আছি "মিতা" আপনি কেমন আছেন?
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জী ভালো আছি তবে খুব ব্যস্ত
শুভেচ্ছা জানবেন
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
মোঃ ইসহাক খান বলেছেন: দ্বিতীয় স্তবক থেকে বেশ ভালো।
আরও সুন্দর কবিতার আশা থাকবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ দোস্ত
ভালো থাকিস সবসময়
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: হারিয়ে চন্দ্র ফুলের বৃতি - বেশ ভাল লাগল