নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

দু’বেলা দুজনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

দু’বেলা তোমায় দেখতে দিও

নিঝুম রাতে ঘুমিয়ে গেলে আঁখি ছোব

কেউ যেন না দেখে মুচকি মুচকি হেসে

বলে দিও ভালোবেসে আরও কাছে এসে

আমি ফাঁশতে চাই তোমার প্রেমে

ভাসতে চাই অনুরাগের অনুরণনে

দিন দিন পথ হারিয়ে তোমার পথে

নিজেকে ভুলে, সহসা শীতের রাতে

ওম কুড়াতে দুদন্ড স্বপ্নের মায়াতে

আলিঙ্গনে,পাশাপাশি প্রেম বিনিময়ের

হিসাব নিকাশে সঞ্চিত আবেগে।



দু’বেলা দুটি লাল গোলাপের হলদে ছোপে

অমানিতার পিছু পিছু ছুটেছিলাম পথে পথে

শঙ্কিত মনে বলেছিলে ভুলে যেতে

আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আকাশের গায়ে

চেনা শহরের নির্জন গলিতে তোমার গন্ধে ছিল ছেয়ে

সাদা হলুদে ভরা একাকী ছবিটি কল্পনার চোখে ভেসে

যেটা অন্য কেউ দেখতে গেলে আজ চপেটাঘাত দেই কষে

আমি তার সাধক মাত্র সাধু নাহি পারি হতে

অজস্র বার মরতে পারি তোমার তরে জীবন সপে





দু’বেলা হাতের স্পর্শ দিও

তোমার ছোঁয়ায় তুষ্ট হয়ে

একবার কাছে টেনে অতি মধুর রজনী

হাস্নেহেনার ঘ্রানে যাবে ভরে তোমার ক্রোড়ে

মাথা রাখলে হাত বুলিয়ে বেচে দিও ঘুমের রাজ্যে।



দু’বেলা তুমি অভিমান কর

ছোট খাট বায়না ধর

অপারগতায় রোষ ঝাড়িও

মুখ বাকিয়ে পরমানন্দ দিও।

তুমি কি জান,

যে দেখতে সুন্দর

তার মুখ বাঁকানোটা অতিরিক্ত সুন্দর।



[রাসেল হোসেন, ১৬-০১-১৪]

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

বেঈমান আমি. বলেছেন: রুমের দরজা লাগাইতে ভুইলেন না কইলাম ;)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হা হা হা তাতো বটেই :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই ভাই :)

ভালো আছেন ??

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অভি ভাই কে ধন্যবাদ

ভালো থাকুন সবসময় :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: তার মুখ বাঁকানোটা অতিরিক্ত সুন্দর। :) ;)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) :)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মামুন ভাই কে ধন্যবাদ :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

রাসেলহাসান বলেছেন: সুন্দর হয়েছে মিতা!!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মিতা :)

৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

এহসান সাবির বলেছেন: আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আকাশের গায়ে
চেনা শহরের নির্জন গলিতে তোমার গন্ধে ছিল ছেয়ে
সাদা হলুদে ভরা একাকী ছবিটি কল্পনার চোখে ভেসে.......

ভালোলাগা।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১১

অদৃশ্য বলেছেন:






খুব ভালো লেগেছে আমার... ক্যামন আছেন আপনি?

শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই আমি ভাল আছি
কবিতা লিখা ছেড়ে দিছি :)

আপনি কেমন আছেন :)

৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

অদৃশ্য বলেছেন:





লিখা ছাড়লেন কেন ?!

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগেনা আর
ব্লগে ও আসিনা তেমন

আমার সাহিত্য ভালো লাগেনা তেমন
তারপর অ কিছুদিন লিখে ১৬৬ টা কবিতা হইয়া গেছে B-) B-)

দুষ্টামি করে লিখতাম

আপনি ভালো আছেন ??

আপনার সাথে যোগাযোগ করার কোন মাধ্যম দেন ভাই :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৫১

অদৃশ্য বলেছেন:






আচ্ছা বুঝতে পেরেছি... সাহিত্য চর্চার জন্য এর প্রতি ফিলিংস থাকাটা জরুরি... মন থেকে এর প্রতি টান অনুভব না করলে আসলে এর থেকে আপনি কিছু পাবেন না... এটা প্রশান্তির একটা ব্যাপার...

তাই এই সাহিত্য চর্চা করে আপনি যদি সেই শান্তিটুকুই না পান তবে আপাতত আপনার সিদ্ধান্ত ঠিক আছে... অবশ্য আমার কেন যেন মনে হচ্ছে, কোন একদিন আবারো আপনি এর প্রতি টান অনুভব করবেন... সেটা অন্যের জন্য নয়, নিজের জন্যই... অভিজ্ঞতা ও অপেক্ষা মানুষকে সবসময়ই সাহায্য করে...

আমি ভালো আছি... তবুও বলতে হচ্ছে যে ভালো থাকা না থাকাটা দিনদিন কেমন দুর্বোধ্য হয়ে যাচ্ছে... ফেসবুকে আমি Baki Arindam নামে আছি ( মাঝে মাঝে যাই )... আর এটা আমার মেইলিং এড্রেস [email protected]

ভালো থাকুন সবসময়...

প্রিয় রাসেলের জন্য
শুভকামনা...

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি ঠিক বলছেন

আবার পড়াশোনা শেস করে লিখবো ভাবছি

আপনার কথা আর উপদেশ গুলো খুব ভালো লাগে ভাই

ভালো থাকুন সবসময়

ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.