নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠ফ্রেমে বন্ধী♠♠

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩

চোখে চোখ রেখে বসেছিলে সোফায়

নীরবে দেখিব,নাহি কোন উপায়,

বিনা নোটিশে তুমি অযথা তাকিয়ে

অধরে মিষ্টি হাসি রেখেছ লুকিয়ে।



স্বর্ণলতার অঙ্গে থাকে কালো শাড়ির বাহার

দেখিলে তৃষ্ণার্ত নয়ন শুধায় তুমি কাহার,

ঘুমন্ত সকালে কিনবা ক্লান্ত নিঝুম রাতে

দৃষ্টিতে কথোপকথন বন্ধী ছবির সাথে।



কানের দুলে ঝুলে থাকে পাঁথরের প্রদর্শনী

নাক ফুলের অনুপস্থিতি বেশি আকর্ষণী,

আচলে ডাকা বাহুর নাহি করিব বর্ণন

অপর বাহু জুড়ে,শোভিত কাঁচের কঙ্কণ।



তৃণে তৃণে সাদা ফুলে ছেয়ে আছে কেশ

সোনালী অঙ্গে তাহার সুগন্ধির আবেশ,

কপালেতে কালো টিপে অনুবন্ধী ভুরু

সুরু ওষ্ঠে তাকালে বুঝি কতখানি ভীরু।



পুতুলের মত তাহার বুকে জমা কথা

মুখে তা না ফুটিলেও কহে চোখের পাতা,

কপোলে জরির আসর চিবুকে ফাঁকা

আমারি জন্ম তোমার ছবিটিতে আঁকা।



[রাসেল হোসেন, ২৭-০৩-১৪]

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

নীল জোসনা বলেছেন: স্বর্ণলতার রূপের বর্ণনায় মোহিত হলাম ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি আগেই হইছিলাম :) :)

এখন আপনিও স্বাগতম আমার ব্লগে :)

ভালো থাকুন সবসময়

শুভেচ্ছা

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চোখে চোখ রেখে বসেছিলে সোফায়
নীরবে দেখিব,নাহি কোন উপায়,
বিনা নোটিশে তুমি অযথা তাকিয়ে
অধরে মিষ্টি হাসি রেখেছ লুকিয়ে।

Nice RasseL ||

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ চমৎকার একটা ছন্দের খেলা দেখলাম !

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল রাসেল ভাই।

+++++

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) প্লাস নিলাম

ভালো থাকুন

শুভ সকাল

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ভাসা মেঘ বলেছেন: +

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রিয়

শুভ সকাল

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

একজন আরমান বলেছেন:
ছন্দময় কবিতা। :)

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: একজন আরমান ভাই কে ধন্যবাদ

ভালো থাকুন

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

মশিকুর বলেছেন:
ছন্দময় :)

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)
আশা করছি ভালো আছেন ভাই ??
ইদানীং খুব ব্যস্ত সময় যাচ্ছে তাই
ব্লগে আসতে পারছিনা

সুযোগ হলে আবার আসব কথা হবে

শুভ কামনা

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সাধু! সাধু!

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :)

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

মোঃ ইসহাক খান বলেছেন: মরি মরি! হাবুডুবু খাচ্ছিস দেখছি। একটা সময় হয়তো কবিতার নায়িকারা প্রতিষ্ঠা পেয়ে যাবে! মানুষ তোকে চিনবে না, নায়িকাদের চিনবে!!

অনেক শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: B-) B-) B-) এমনটা যেন না হয় :(

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মশিকুর বলেছেন:
হুম কথাতো হবেই ব্লগে ব্লগে :) যত ব্যস্ততাই থাকুক :)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হুম :)

ভাই নববর্ষের আগাম শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.