নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠তুমি থাক দূরে দূরে♠♠

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

আকাশের তারাদের আজ সভা ছিল ছায়াপথে

হঠাৎ তোমায় দেখে চাঁদের প্রতিদ্বন্দ্বী ভেবে

থেমে গেছে মাঝ পথে-

তোমায় ছুঁয়ে দিতে।

আচলে ডাকা হৃদয় জুড়ানো কি নববধূর রূপ

দেখলে শ্যামল চিবুক ছুঁয়ে বলতে চায়,

কে তুমি?

যাবে কোন গগনে।



মেঘেদের দল নিকষ অশ্রু ধারণ করে

এপারে ও মেরুতে ,যেন তোমার বিচ্ছুরিত রূপে

গলে গলে বৃষ্টির ছন্দে পৃথিবীকে সিক্ত করে;

মৃত্তিকার দীর্ঘশ্বাসের ফাটল গুলো মুছে দিবে

ধরণীর বুকে মায়াবী স্পর্শে।



বৃহস্পতির দিকে ছুটে আসা হ্যালির ধূমকেতু

তোমায় দেখে পরিবর্তিত কক্ষপথে ঘুরছে

তোমার পিছু পিছু। একটিবার স্পর্শ পেলে

বদলে যাবে সে-

আঁধারের মাঝে তোমার উজ্জ্বলতা দেখাবে

জনমানবের তরে বেশ দায়িত্ব নিয়ে।



সে কত যুগ থেকে বার বার তোমার নিমন্ত্রণ পত্র

নীল খামে শুভ্র বকের ডানায় বেঁধে পাঠিয়েছে

শ্বেত ভল্লুকের পক্ষ থেকে। মোটা অক্ষরে-

প্রতিটি চিঠিতে একটি কথা লিখা থাকে,

“তুমি ছুঁয়ে দিলে-

উত্তর মেরুর বরফ নাকি আর গলবে না

শেষবারের মত প্রার্থনা মোদের রাখবে না”।



শেষ রাতের আঁধারে পরীদের ডানায় চড়ে

নেমে আস তুমি জোনাকির দলের আহবানে,

যেতে পারিনা আমি উড়ে উড়ে বহু দূরে

তোমার সোনালী নীড়ে,

যেখানে কর্ণফুলীর জোয়ার আসে

সুদূর আসামের লুসাই পর্বতের রাজ্য থেকে।



[রাসেল হোসেন, ১৩-০৪-১৪]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা !! দারুন------দারুন হয়েছে

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লিখেছেন । সুন্দর ।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস রাসেল​, বেশ লাগলো ॥

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মুন ভাই

৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন কবিতা +++++

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্লাস নিয়ে খুশি থাকলাম ভাই :) :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার!!!
নববর্ষের শুভেচ্ছা কবি।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ব্যস্ততার জন্য ব্লগে আসা হয়না
অনেক পরে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি
নববর্ষের শুভেচ্ছা

৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

ইমিনা বলেছেন: ভালো লেগেছে ভাইয়া। আরো বেশি বেশি লেখা চাই ...

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ইমিনা কে আমার কবিতায় মন্তব্য করতে দেখে ভালো লাগলো
ব্যস্ততার জন্য ব্লগ থেকে দূরে আছি :( :(

ভালো থাকুন

৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মশিকুর বলেছেন:
প্রেমের রাজ্যে কবিতা ভূগোলময়... :)

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: B-) B-) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.