![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
একবার ভেবে নিও বলেছি যা বার বার
তুমি সঙ্গি হলে থাকব না সবার,
চিরকুটে লিখে দিলাম নেই সাহস কাছে যাবার
তোমার চোখের পানে বার বার দেখে দেখে
ভালবাসতে শিখে গেছি আবার।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
সোনালী রোদের সাথে খুব ভোরে কথা বলে
তোমার কথা ভেবে দিনটা যে শুরু,
দুপুরের সাদা রোদে এইটুকু হাসি দিয়ে
ঠান্ডা জলে চুমুক দিলে খেপে যাবে ভ্রু,
নাই যদি মেনে নিবে কেন তবে স্থান দিবে
সময় থাকিতে তবে তারিয়ে দিও গুরু।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
দিন দিন খেয়ে খেয়ে, আলসে ঘুম পেয়ে
তোমার চোখের সব স্বপ্ন আমার,
ভুড়ি মোটা হচ্ছে হোক আমার মনেতে শোক
শুকনো ভালবাসা শুকিয়েই যাক।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
_রাসেল হোসেন (০২/০৫/১৪)
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ঠিক করেদিছি ভাই
ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪০
আজীব ০০৭ বলেছেন: একবার ভেবে নিও বলেছি যা বার বার
তুমি সঙ্গি হলে থাকব না সবার
+++
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হুম ঠিক তাই
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন
৩| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১০
সিফাত সারা বলেছেন: ভাল লাগা ++++
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপু
আমার ব্লগে স্বাগতম
৪| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: মিষ্টি একটা গান হতে পারে এটা নিয়ে।
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
জী হতে পারে কিন্তু প্রোফেসর সাহেব আমার গলা ফাটাবাশ
৫| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
তাসজিদ বলেছেন: অনেক ভাল লাগা রেখে গেলাম। +++++
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
প্লাস নিলাম
মন্ত্যবে কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর; ঠাণ্ডা টাইপো হয়েছে ঠিক করে নিয়েন।