![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
তুমি জেগে থাক তাই রাত জেগে থাকে
জোনাকির আলোয় ভরা নীল জোছনাতে
উড়ে উড়ে বহু দূরে নক্ষত্রের রুপালী রাতে।
ওগো দুঃখ বিলাসী, যদি সুর থাকে,
প্রতিভা বিকাশে প্রকাশ কর তারাদের সাথে
দেখবে নিমেষে বিষণ্ণ মনটা যাবে সিক্ত হয়ে
সুখের বিনিময়ে দুঃখ যাবে ক্ষয়ে;
তবুও যদি কিছু যায় রয়ে
আমি জানতে পারলে
ঐ নরম গালের দুঃখ দিব ছুঁয়ে।
অন্ধকার রাতে যদি ভয়ে মর তুমি
এক ঝাঁক ঘুম পরীদের পাঠিয়ে দিব আমি
শুধু তোমার কেশে বিনুনি দিয়ে ঘুম পাড়িয়ে
জাগিয়ে দিবে শিশির ভেজা সকালটাতে,
আর পিছনের কষ্টগুলো নীলাভ শৈবালের শিশিরে
স্নান করে বদলে যাবে প্রতি অমাবস্যাতে।
শুনেছি,
জ্বল জ্বল চক্ষু জুড়ে দুঃখ রাখো তুমি
নির্ঘুম নিশি জেগে পত্র লিখ তুমি
ভুল ঠিকানায় পোস্ট কর বলে
ওরা আমায় নালিশ করে বড় অভিমানে
কি এমন বিষণ্ণতা বাস করে মনে?
একবার প্রশ্নের প্রেক্ষিতে বলেছিলাম ভুলে যেতে
হারানো দিনের স্মৃতির পাতা গুলো ছিঁড়ে ফেলতে
অথবা কাল বৈশাখের ঝড়ে উড়িয়ে দিতে
কোন এক মহাকালের অঝর ধারার বর্ষার জলে
তবে আমি হলে,
রঙিন ঘুড়ির পিঠে কাব্য লিখে উড়িয়ে দিতাম
দূর আকাশের নীল নীল রঙে।
__রাসেল হোসেন (১৭-০৫-১৪)
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো খুব !
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই
৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আচ্ছা যদি এভাবে লিখতেন তাহলে কেমন হতো ?
শুনেছি,
ছল ছল চোখ জুড়ে দুঃখ রাখো তুমি
দুঃখগুলো সবসময় অশ্রুস্নাত হয় তাই নয় কি ?
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জী আপনার তাও ভালো লাগছে
ধন্যবাদ
৪| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৫১
শুঁটকি মাছ বলেছেন: দারুন সুন্দর কবিতা!
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ শুঁটকি
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ রাত ৮:৫৪
নাসরীন খান বলেছেন: ভালো হয়েছে।