![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
অমানিতা ঘুরে দেখনাকো তুমি
অন্ধকারে দাঁড়িয়ে আছি একা
ডেকের পিছনে লুকিয়ে আমি
রূপের প্রদীপ নিয়ে কর নাকো দেখা।
দূর থেকে শুনি তোমার সুরের মোহনা
পলকে পলকে নির্বিকার মনে
আকাশের সাথে বলছি যে কথা,
তুমি শুনলে হয়তো ভাবতে আমায়
যুবতীর প্রেমে মত্য হইয়া
তিমির রাজ্যে কবি থুইছে ব্যথা।
দু’হাতের মুঠোয় আলোর ঝলকানি
রূপালী চাঁদ আজ নিয়েছে ছুটি
বধূ বধূ ঘোমটা ঢাকা
রেশমি চুলে আজ করেছো কি ঝুঁটি?
জানি তুমি ভুল বোঝনি
এখনো খুঁজে মরি পত্র মিতালী
বড় ব্যাকডেটেড ছেলে বুঝি আর দেখনি।
ও দিকে রাত পোহাবার নাইতো দেরি
ভোরের দিকে আমার কাব্য শুনে
এক জোড়া ডলফিন ঘুমিয়ে পড়ে
স্থবির জাহাজের প্রোপেলারে,
আর তোমার আঁখি দুটি ঘুমে
মিটিমিটি করছে রাত জেগে
নির্ঘুমে কাটিয়ে দিয়েছ হইহুল্লুরে।
ও তুমি ঘুমিয়ে গেছ খেয়াল করিনি
এ দিকে কবিতার ছন্দ হারিয়ে এখন
গদ্য লিখছি বড় বেরসিক কাব্য,
জানতো ছন্দ হারিয়ে গেলে
প্রতিটি চরন সাজায় কবি হৃদয়ে জমানো
শব্দে আর শব্দে যেন কর্ণ মাতে সুশ্রাব্যে।
জাহাজের মাস্তুলে বসে নিকোটিনে পুরছি
চারদিকের আবাহ সৌন্দর্যে গীত গাইছি
বুকে জমা অসহনীয় ব্যথা আবারো ক্ষয়ে
হৃদয়ে প্রেম জমেছে জলের প্রেমে,
পানকৌড়ির ডুবানো দেখে কি সুখে
মন ভাল হয়ে গেল জলের স্পর্শে
শুধু তুমি ঘুমিয়ে আছো বৃষ্টি বিলাসী
শীতল অনুভবে শত আলোকবর্ষ দূরে।
[রাসেল হোসেন, ২৪-০৫-১৪]
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫০
মামুন রশিদ বলেছেন: কবিতায় ভাষাগত ভ্যারিয়েশন ভালো লাগছে ।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: বড় ব্যাকডেটেড ছেলে বুঝি আর দেখনি।
স্থবির জাহাজের প্রোপেলারে,
শব্দ ২টি কবিতাকে অসুন্দর করছে।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অন্যরকম মনে হলো ।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !