![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
দেহ মোর পূর্ণ আছে নেই কোন দাগ
মনে থাকে ক্ষণ ক্ষণ প্রণয়ের হিসাব,
চোখাচোখি অনুভবে স্বপনের অনেক কিছু
এখনো ঘুরি ফিরি স্মৃতির পিছু পিছু,
কতজন এলো গেল হৃদয়য়ের এপিটাফে
তবে কেন একটি নারী ছিঁড়ে ছিঁড়ে খাবে।
তুমি ভাবো,
কবি মানে চরিত্রহীন নোংরা বাসি মন
সময়ে অসময়ে ভাবে কাকে কখন।
হঠাৎ কারো প্রেমে মজে নির্লজ্জ স্বীকার
প্রণয়ের অভিমানে তার হৃদয় গোলাকার।
সতত বসতী গড়ে নারীর হৃদয় জুড়ে
দুঃখিনীর দুঃখ খুঁজে কবিতার আড়ালে।
যুক্ত মনে মুক্ত চিন্তা শত শব্দের বিকাশ
সুযোগের অপেক্ষায় থেকে রটায় ইতিহাস।
অভিযোগ অভিমানে নয় কবির আছে বচন
ভেবেছ যা ভাবার সবি করিবে না রচন,
গোলাকার হৃদয়ে তুমি কেন্দ্রে পুঞ্জবিত
জাগতিক পরিস্থিতিতে লম্বা ব্যাসার্ধে ফুটো।
কখনো বাস্তব সত্য বা কল্পনার প্রকাশ
কালো কালো মেঘ মনে রঙিন থাকে আকাশ,
কবির থাকে কিশোর মন বিশ্রী মুখচ্ছবি
কল্পনার রাজ্যে সে থাকুক কলঙ্কিত কবি।
___রাসেল হোসেন (০৯-০৬-১৪)
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:১১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপি কেমন আছেন??
আমার কবিতায় অনেকদিন পরে পেলাম আপনাকে
ধন্যবাদ
২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৫
মামুন রশিদ বলেছেন: আমাদের সহজাত কবিতার সুর পেলাম ।
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৯
শুঁটকি মাছ বলেছেন: কবিতাটায় কেমন জানি একটা ভাব আছে। কবিতার ব্যাপারে ধারণা তেমন বেশী না। তাও অন্যরকম লাগল কবিতাটা।
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনার ভালো লাগছে শুনে পুলকিত হইলাম
৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৭
আরজু পনি বলেছেন:
বাহ্...
কবির নিজেকে তুলে ধরা ।
শুভেচ্ছা রইল, রাসেল ।।
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক দিন পর আমার কবিতায় দেখে ভালো লাগ্ল আপু
ভালো থাকুন
৫| ১০ ই জুন, ২০১৪ রাত ২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:১৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কি কমেন্ট করবো। নিজেকে কলংকিত কবি মনে হচ্ছে।
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমার ও তাই মনে হইছিল ভাই
৭| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৪
মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর। ধাপে ধাপে উন্নতি হচ্ছে।
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০১
না পারভীন বলেছেন: আধুনিক যুগের পারম্ভিক সময়ে চলে গেছি কবিতা পড়ে। সেই ধাঁচের ছোঁয়া আছে।