![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
আমি ফুল দিয়েছিলাম ফুল,
কিছুটা হয়তো ছিল ভুল
তাইতো এখনো দিচ্ছি মাশুল
ব্যর্থ প্রণয়ের ঝড়ে হয়েছে উশুল।
সহজাত জীবনে মোর
একরাশ মেঘ হয়ে
ভেসে ছিলে তুমি
এই মানবের মনাকাশে,
অঝর ধারায় বৃষ্টি হয়ে ঝরেছে
শুধু এ হৃদয়ের এপিটাফ জেনেছে
কতটা পিষ্ট হয়ে আপন ভেবে বলেছে
তোমায় ভালবাসি।
এই শব্দটার উৎপত্তি হয়েছে
হৃদপিণ্ডের ডান নিলয়ে,
অথচ অল্পদিনে তার জন্মস্থান ছেঁড়ে
নাসিকা রন্ধ্রের মধ্য দিয়ে
দীর্ঘশ্বাসে বেরিয়ে গেছে।
সে এখন আকাশে
উড়ে আর ঘুরে বেড়ায়
পাখিদের সাথে তারাদের সাথে,
শ্লোগানে শ্লোগানে জনতার মিছিলে,
আড্ডায় মেতে উঠে পড়ন্ত বিকেলে
অথবা চায়ের কাপে
নির্ঘুম জেগে থাকা ফেসবুকে।
তবুও বিস্মৃতির অতলে পুড়ে যাওয়া ক্ষতের মাঝে
হঠাৎ হঠাৎ জ্বলে আর নিবে মানুষের
প্রণয়ের আক্ষেপ শুনে,
অল্প অল্প ভিজে যায় চোখের কিনারা
আর লুকিয়ে রেখে বেদনার নীল চোখে
তাকিয়ে থাকি নিস্পলকে চির সবুজের মাঝে,
তবুও যদি ভুলতে পারি
ফুল দেওয়া ভুলের বেদনা
প্রকৃতির ছোঁয়ায় ক্যাম্পাসের প্রশমনে।
[রাসেল হোসেন, ২৫-০৬-১৪]
২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৪১
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকালের তোমার কবিতাটি পড়লাম ভাইয়া ---- ভাল লাগা জানিয়ে গেলাম
ভাল থেক